মঞ্চেই রাত কাটাবেন! অভিষেকের ঘোষণার পরই চমক, রাজ ভবনের সামনে হঠাৎ হাজির স্ত্রী রুজিরা!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
সচরাসচর রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল বা অভিষেকের কোনও রাজনৈতিক কর্মসূচিতেই দেখা যায় না।
কলকাতা: রাজ্যপালের দেখা না পাওয়া পর্যন্ত তিনি রাজভবনের সামনের মঞ্চেই রাত দিন বসে থাকবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘোষণায় রীতিমতো চমকে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু চমকের শেষ সেখানেই ছিল না৷ অভিষেকের এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই রাজ ভবনের অদূরে তৃণমূলের ধরনা মঞ্চের সামনে হাজির হয়ে গেলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়৷
সচরাসচর রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল বা অভিষেকের কোনও রাজনৈতিক কর্মসূচিতেই দেখা যায় না। কিন্তু এ দিন কার্যত তৃণমূল নেতাদেরই চমকে দিয়ে রাত সাড়ে ৯টা নাগাদ রাজ ভবনের সামনে হাজির হন অভিষেক জায়া। অরূপ বিশ্বাস সহ তৃণমূলের বেশ কয়েকজন সিনিয়র নেতার সঙ্গেও কথাও বলতে দেখা যায় তাঁকে। যদিও মঞ্চের নীচেই ছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। অভিষেক তখন মঞ্চে বসে।
advertisement
advertisement
রুজিরা বন্দ্যোপাধ্যায় হঠাৎ রাজ ভবনের ধরনা মঞ্চের সামনে হাজির হওয়ায় সেখানে উপস্থিত তৃণমূলের নেতা, কর্মীদের মধ্যেও যথেষ্ট শোরগোল পড়ে যায়৷ কারণ অভিষেকের কোনও কর্মসূচি তো বটেই, একুশের জুলাইয়ের মতো অনুষ্ঠানেও কোনও দিন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি৷ তবে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের সূত্রে বার বারই চর্চায় উঠে এসেছে অভিষেক জায়ার নাম৷ একাধিক বার তাঁকে ডেকে জেরা করেছে ইডি৷
advertisement
এ দিনও তাঁর পরিবারকে কেন্দ্রয় তদন্তকারী সংস্থা হেনস্থা করছে বলে রাজ ভবনের সামনের মঞ্চ থেকে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বক্তব্য রাখতে গিয়ে একই অভিযোগ তুলেছেন তৃণমূলের অন্যান্য নেতারাও৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 05, 2023 10:08 PM IST