রাজীবদের চার্টার্ড প্লেনে জায়গা হল না, বিজেপিতে যোগ দিতে রুদ্রনীল চললেন অন্য উড়ানে
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
রুদ্রনীল তৃণমূলে যোগ দিয়ে সরকারি কমিটির চেয়ারম্যান পদ পেয়েছিলেন।বৃত্তিমূলক শিক্ষা সংসদের সভাপতি হিসেবে বহাল থেকেছেন তিনি।
#কলকাতা: কম বয়সে নিয়মিত পার্টিক্লাসে দেখা যেত তাঁকে। বাংলায় পরিবর্তনের ঝড় উঠতেই মন বদল হয়। তৃণমূলে যোগ দেন রুদ্রনীল ঘোষ। গত কয়েক দিনে তিনি বুঝিয়ে দিয়েছেন, মন উঠে গিয়েছে সেখান থেকেও। আজ যখন রাজীব বন্দ্যোপাধ্যায়রা বিশেষ দিল্লিগামী বিমানে উঠলেন, প্রায় নীরবে দিল্লি রওনা হলেন রুদ্রনীল ঘোষও। তবে রাজীব-বৈশালীদের চার্টার্ড বিমানে নয়, 'চ্যাপলিন গেলেন অন্য উড়ানে। সব ঠিক থাকলে আর কিছুক্ষণে অমিত শাহের হাত থেকে গেরুয়া ব্যাটন নেবেন রুদ্রনীল ঘোষও।
রুদ্রনীলের বিজেপিতে যোগদান কোনও অলীক ঘটনা নয়। দলবদলের জোয়ারে অসূয়া ঝরে পড়ছিল তাঁর গলা থেকেও। দলের নানা কাজই মেনে নিতে পারছিলেন না তিনি। বেসুরো সুরটাই বুঝিয়ে দিচ্ছিল দলত্যাগীদের ভীড়ে তিনি আছেন। তাঁর সঙ্গে যোগাযোগ রাখছিলেন কৈলাস বিজয়বর্গীয়, শঙ্কুদেব পণ্ডারা। শেষমেশ হলও তাই।
কথা ছিল রুদ্রনীল বিজেপিতে যোগ দিতে পারেন নিজের জেলা হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়ামেই। কিন্তু সেই পরিকল্পনা পণ্ড হয় অমিত শাহ দিল্লি বিস্ফোরণের কারণে সফর বাতিল করায়। এদিন দিল্লি যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন রুদ্র নিজেই। কিন্তু পূর্বনির্ধারিত চার্টার্ড প্লেনে তাঁর জায়গা না হওয়ায় অন্য বিমানের টিকিট কেটে দেওয়া হয়।
advertisement
advertisement
রুদ্রনীল তৃণমূলে যোগ দিয়ে সরকারি কমিটির চেয়ারম্যান পদ পেয়েছিলেন।বৃত্তিমূলক শিক্ষা সংসদের সভাপতি হিসেবে বহাল থেকেছেন তিনি। হাওড়ার একটি কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যানও ছিলেন রুদ্রনীল। এদিন চার্টার্ড প্লেনে জায়গা না হওয়ার কথা সামনে আসতেই রাজনৈতিক পর্যবেক্ষকরা বলতে শুরু করেছেন, যে অভিলাষে এই নতুন যাত্রা, তা পূরণ হবে তো?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jan 30, 2021 7:22 PM IST






