Ruby New Garia Metro: নিউ গড়িয়া-রুবি মেট্রো চালু কবে...? প্রকাশ্যে এল দিনক্ষণ! 'এই' দিনই প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন 'অরেঞ্জ' মেট্রো রুট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Ruby New Garia Metro: জানা যাচ্ছে, এই নতুন রুটের মেট্রোকে পুরী থেকে ভার্চুয়ালি সবুজ পতাকা দেখাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই এই কারণে দক্ষিণ-পূর্ব রেল এবং কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে বলে সূত্রের খবর।
কলকাতা: শহর কলকাতায় তিনটি রুটে মেট্রো চলাচল করছে ইতিমধ্যেই। তবে এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি রুট। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, আগামী ৬ মে অর্থাৎ বৃহস্পতিবার সূচনা হতে পারে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অরেঞ্জ রুটে মেট্রো চলাচল। যার ফলে এবার চতুর্থ রুটে মেট্রো পরিষেবা পেতে চলেছেন শহরবাসী।
জানা যাচ্ছে, এই নতুন রুটের মেট্রোকে পুরী থেকে ভার্চুয়ালি সবুজ পতাকা দেখাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী ৬ মে প্রধানমন্ত্রী পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসেরও উদ্বোধন করতে পারেন। ইতিমধ্যেই এই কারণে দক্ষিণ-পূর্ব রেল এবং কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে বলে সূত্রের খবর।
advertisement
advertisement
নিউ গড়িয়া থেকে রুবি রুটের মধ্যে মোট পাঁচটি স্টেশন রয়েছে। সেগুলি হল কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি। এদিকে, নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশনটিকে “জংশন” স্টেশন হিসেবে তৈরি করার পাশাপাশি অত্যাধুনিক ভাবে সাজিয়ে তোলা হয়েছে।
আরও পড়ুন: মাত্র ৬ ঘন্টাতেই হাওড়া থেকে পুরী...! জগন্নাথধাম ছুটবে বাংলার দ্বিতীয় ‘বন্দে ভারত'! দেখে নিন সময়সূচী
ভাড়া কত? প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এই রুটে নূন্যতম ভাড়ার পরিমাণ হল ৫ টাকা। এদিকে, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত যেতে খরচ হবে ২০ টাকা। পাশাপাশি, যাত্রীরা রুবি থেকে মেট্রোতে উঠে এক টোকেনেই দক্ষিণেশ্বর পর্যন্ত পৌঁছে যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়ার পরিমাণ হল ৪৫ টাকা। এক্ষেত্রে রুবি থেকে মেট্রোতে চড়ে যাত্রীদের কবি সুভাষ স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রোতে উঠতে হবে।
advertisement
অন্যদিকে, রুবি থেকে মেট্রোতে উঠে যদি যাত্রীরা কবি সুভাষে মেট্রো বদল করে টালিগঞ্জ পর্যন্ত যেতে চান, সেক্ষেত্রে ভাড়ার পরিমাণ হল ৩৫ টাকা। এছাড়াও, যদি কোনো যাত্রী রুবি থেকে সরাসরি এসপ্ল্যানেড, চাঁদনি কিংবা কালীঘাটে যেতে চান বা ওই সব স্টেশন থেকে মেট্রো বদলের মাধ্যমে রুবি পৌঁছতে চান, সেক্ষেত্রে খরচ হবে ৪০ টাকা। অর্থাৎ, প্রতিটি ক্ষেত্রেই ব্লু লাইনের টোকেনের মাধ্যমে অরেঞ্জ লাইনের মেট্রোতে সফর করা যাবে।
advertisement
প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি কমিশনার অফ রেলওয়ে সেফটি নিউ গড়িয়া-রুবি মেট্রোপথ পরিদর্শনে যান। তারপরেই ওই রুটে যাত্রী পরিষেবার ক্ষেত্রে ছাড়পত্র পাওয়া যায়। যদিও, তখন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সবুজ সংকেত না মেলায় ওই রুটে যাত্রী পরিষেবা চালু করা সম্ভব হয়নি। পাশাপাশি, ওই ছাড়পত্রের মেয়াদ শেষ হচ্ছে ৬ মে। তবে, এবার অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আগামী বৃহস্পতিবার থেকেই এই নয়া রুটে যাত্রী পরিষেবা শুরু করতে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 30, 2023 9:25 PM IST