Abhishek Banerjee || Abdul Karim Chowdhury: অভিষেকের সভায় 'না'...! ইসলামপুরে 'শর্ত' দিয়ে বিস্ফোরক 'দাবি' বিধায়ক আব্দুল করিম চৌধুরীর
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Abhishek Banerjee || Abdul Karim Chowdhury: হঠাৎ অভিষেকের সভার আগেই কেন বেঁকে বসলেন 'বিধায়ক'? বোমা ফাটালেন মন্তব্যে!
উত্তর দিনাজপুর : জনসংযোগ যাত্রায় বেরিয়ে রবিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়ার পরে ইসলামপুর-সহ বিভিন্ন এলাকায় সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ইসলামপুরে আজ অভিষেকের জনসভা থাকলেও এদিন সভায় অনুপস্থিত থাকছেন স্থানীয় বিধায়ক আব্দুল করিম চৌধুরী।
অভিষেক বন্দোপাধ্যায়ের সফর নিয়ে এদিন কার্যত বিস্ফোরক মন্তব্য করেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তিনি বলেন, "আমি এখনও কোনও খবর পাইনি। আমি প্রবীণতম বিধায়ক। পুলিশ সূত্রে জেনেছি, "অভিষেক আমার বাড়িতে আসতে পারে। এখনও দলের তরফে কিছু জানানো হয়নি।"
advertisement
advertisement
এদিন চোপড়ার সভা শেষে ইসলামপুরের পথে অভিষেক। কিন্তু তার পৌঁছনোর আগেই বিস্ফোরক মন্তব্য শোনা যায় প্রবীণ তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরির মুখে। তাঁর সরাসরি অভিযোগ, তাঁকে অভিষেকের সভায় আমন্ত্রণ জানানোই হয়নি। তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরির দাবি, "অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে নিয়ে গেলে, তবেই যাবেন। তাঁর কথায় স্পষ্ট অভিমানের সুর, "আমাকে নিয়ে না গেলে যাব না।"
advertisement
আব্দুল করিমের মুখে এই কথা শুনে করিমপন্থী তৃনমুল কর্মীরা এদিন প্রবীণ বিধায়কের বাড়িতে ভিড় জমান। কানাইয়ালাল আগরওয়াল নয়, আব্দুল করিম চৌধুরীই শেষ কথা বলে দাবি করেন দলীয় কর্মীরা। প্রসঙ্গত, একাধিক ইস্যুতে আব্দুল করিম চৌধুরীর সঙ্গে দূরত্ব বেড়েছে তৃণমূল কংগ্রেসের। এদিন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় না আসায়, সেই দূরত্ব আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
advertisement
এদিকে, তৃণমূল সূত্রে খবর, বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে দলের শীর্ষ স্তর থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। দলের কর্মসূচী সম্পর্কেও জানানো হয় তাঁকে। সেখানে যোগদানের কথাও বলা হয় সবিস্তারে।
আবির ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 30, 2023 4:32 PM IST







