‘হিন্দু-হিন্দি-হিন্দুস্থানের বিরোধীদের শেষ করতে চায় আরএসএস’ মন্তব্য ঐশী ঘোষের

Last Updated:

বিশ্ববিদ্যালয়ের বাইরে দাঁড়িয়েই বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে সুর চড়ালেন জেএনইউয়ের ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ৷

#কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিতরে সভা করার অনুমতি দেওয়া হয়নি ঐশী ঘোষকে৷ তাই বিশ্ববিদ্যালয়ের বাইরে দাঁড়িয়েই বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে সুর চড়ালেন জেএনইউয়ের ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ৷ তিনি বলেন, ‘আরএসএস যে হামলা করেছে, সেটি সাধারণ কোনও হামলা নয়৷
Aishe Ghosh addressing in front of CU  PHOTO SOMRAJ BONDOPADHAY Aishe Ghosh addressing in front of CU PHOTO SOMRAJ BONDOPADHAY
আরএসএসের হিন্দু-হিন্দি-হিন্দুস্থানের যে ধারণা, সেই ধারণার যাঁরা বিরোধিতা করছে তাঁদের সবাইকে ওরা শেষ করে দিতে চায়৷ আর এই ধারণার বিরোধী স্বর উঠবে এই কলেজ বিশ্ববিদ্যালয়ের পরিসর থেকেই৷ আমাদের সেটা মাথায় রাখতে হবে৷ এটা আরএসএসের দীর্ঘদিনের প্রোজেক্ট৷ এতদিন বাদে ক্ষমতা দখল করে সেই প্রকল্প বাস্তবায়িত করার চেষ্টা করছে গেরুয়া শিবির৷ সাধারণ মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে৷ এই বাংলার মাটি একদিকে যেমন রবীন্দ্রনাথের মাটি, তেমনই নজরুলের মাটি৷
advertisement
advertisement
Aishe Ghosh addressing in front of CU. PHOTO SOMRAJ BONDOPADHAY Aishe Ghosh addressing in front of CU. PHOTO SOMRAJ BONDOPADHAY
এই মাটিতে যেমন সৌরভ গাঙ্গুলী খেলেছেন, তেমনই আজহারউদ্দিনও খেলেছেন৷ আজ রবীন্দ্র নজরুলের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে বিজেপি ও আরএসএস৷ কিন্তু ছাত্র সমাজের কাজ এই বিভাজনকে আটকে দেওয়া৷’ জেএনইউয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন চলার সময় গুণ্ডাদের হাতে আক্রান্ত হন ঐশী৷ মাথা ফেটে যায় তাঁর৷ হাসপাতালে ভর্তি হন তিনি৷ এরপর জেএনইউয়ে হামলার প্রতিবাদে সারা দেশে নতুন করে ছাত্র বিক্ষোভ শুরু হয়৷ আন্দোলনের তীব্রতা এমন স্তরে পৌঁছে যায় যে জেএনইউয়ে হাজির হন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন৷ সারা দেশ ঐশীর পাশে দাঁড়িয়ে পড়ে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘হিন্দু-হিন্দি-হিন্দুস্থানের বিরোধীদের শেষ করতে চায় আরএসএস’ মন্তব্য ঐশী ঘোষের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement