ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- বিধানসভা নির্বাচনের পর গত এক বছরে এ রাজ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএস-এর শাখা বেড়েছে শতাংশের হিসেবে অনেকটাই। খবর আরএসএস সূত্রে। সংঘের তরফে প্রাথমিক যে তথ্য সামনে আসছে তাতে নেতৃত্বের দাবি, শুধুমাত্র শাখা বৃদ্ধিই নয়, এ রাজ্যের সব সংগঠনিক জেলাতেই শিক্ষার্থীও বেড়েছে অনেকটাই।
বর্তমানে বাংলার জেলায় জেলায় সপ্তাহব্যাপী যে প্রশিক্ষণ শিবির চলছে সেখানে গতবারের থেকে এবার শিক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেড়েছে বলে দাবি সঙ্ঘ নেতাদের। প্রাথমিকভাবে যে তথ্য এসেছে তাতে এ রাজ্যে ২৫ শতাংশের কাছাকাছি বেড়েছে শাখা। বিভিন্ন সাংগঠনিক জেলা থেকে প্রাপ্ত পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর সেই শতাংশ আরও বাড়তে পারে বলে মনে করছে সঙ্ঘ শিবির। সূত্রের খবর, মূলত শাখা বেড়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ,হুগলি, হাওড়া গ্রামীণ এলাকায়।
আরও পড়ুন- 'চাকরি' চাই! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দেখানো 'পথে' ১ দিনে ১৪০০ মামলা হাইকোর্টে
প্রসঙ্গত, প্রত্যেকবার দীপাবলির আগে আরএসএস-এর বার্ষিক বৈঠক হয়। এবছরেও ১৬ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত প্রয়াগরাজ-এ হতে চলেছে সেই বার্ষিক বৈঠক। সেখানেই এই শাখা ও সদস্য বৃদ্ধির তথ্য পেশ করতে চলেছে বঙ্গ আরএসএস। তারপরেই জানা যাবে এ রাজ্যের সঠিক সঙ্ঘ বৃদ্ধি তথ্য। পঞ্চায়েত নির্বাচনের আগে বঙ্গে আরএসএস-এর সংগঠন বৃদ্ধি অনেকটা স্বস্তি দিচ্ছে গেরুয়া শিবিরকে। তবে আরএসএস-এর উত্থানের কারণে নির্বাচনে কি আদৌ লাভবান হবে এ রাজ্যের গেরুয়া শিবির? প্রশ্নের জবাবে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘‘সঙ্ঘ সারা বছর ধরেই নানান সামাজিক কাজ কাজ করে থাকে। তার পরোক্ষ প্রভাব তো রাজনীতিতে পড়েই। তবে আমাদের দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিও প্রয়োজন। শুধুমাত্র সঙ্ঘের উত্থানের দিকে তাকিয়ে থাকলেই চলবে না।’’
আরও পড়ুন- 'ডোবারম্যান তো মানুষ নয়, কুকুরই হয়!' তাপসের আক্রমণের জবাব দিলেন সুদীপ
এ রাজ্যের সঙ্ঘের অন্যতম প্রান্ত প্রচার প্রমুখ বিপ্লব রায় নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকার বলেন, ‘‘বর্তমানে রাজ্যের ৫২ টি ক্যাম্পে প্রশিক্ষণ শিবির চলছে। ২৪ ঘণ্টার মধ্যে সাত ঘণ্টা বিশ্রাম। আর বাকি সময়টা চলছে প্রশিক্ষণ শিবির। গ্রামগঞ্জ থেকে আসা প্রচুর নতুন মুখ এবার এই আবাসিক শিবিরে উৎসাহের সঙ্গে অংশ নিয়েছেন।’’
ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটের দামামা বেজে গেছে। তার আগে সঙ্ঘের এই ব্যাপক বিস্তারে খানিকটা স্বস্তিতে বঙ্গ পদ্ম শিবির। কারণ গত লোকসভা নির্বাচনে বিজেপির ভোট বৃদ্ধির পিছনে এই সংগঠনের যথেষ্ট ইতিবাচক ভূমিকা ছিল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। এদিকে গত বুধবার থেকেই শুরু হয়েছে রাজ্যজুড়ে সঙ্ঘের প্রশিক্ষণ শিবির। যেহেতু বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। এই পরিস্থিতিতে বাংলায় সঙ্ঘের এমন উল্লেখযোগ্য বৃদ্ধি গ্রামীণ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, গত পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে বিজেপির ইতিবাচক ফলাফলের পিছনে সঙ্ঘের সক্রিয়তা ছিল বলে মত ওয়াকিবহল মহলের। যদিও কেশব ভবনের সঙ্ঘ নেতৃত্বের দাবি, ‘‘তাদের কাজ সারা বছরের। কবে কোন নির্বাচন আসছে, সেটা মাথায় রেখে তারা সঙ্ঘ পরিচালনা করে না।’’
বাংলায় সঙ্ঘের শাখা ও সদস্য বৃদ্ধির যে দাবি করছেন সঙ্ঘ পরিচালনকারীরা তার সুফল সঙ্ঘের ভাবধারায় চলা এ রাজ্যের বিজেপি শিবির আগামী নির্বাচনে পায় কিনা তার উত্তর দেবে সময়ই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal BJP, BJP, RSS