RSS: 'RSS-এর ভোটে জেতার প্রয়োজন নেই, আমাদের কোনও স্বার্থ নেই', কলকাতায় বললেন ভগবত
- Published by:Suvam Mukherjee
- Written by:SUSOBHAN BHATTACHARYA
Last Updated:
RSS: কলকাতায় শহিদ মিনার চত্বরে ভাষণ দিতে গিয়ে এমনটাই জানালেন আরএসএস প্রধান মোহন ভগবত।
কলকাতা: "আমাদের ভোটে জেতার কোনও প্রয়োজন নেই।" কলকাতায় শহিদ মিনার চত্বরে ভাষণ দিতে গিয়ে এমনটাই জানালেন আরএসএস প্রধান মোহন ভগবত।
এদিন মোহন ভগবত বলেন, "আজ এই অনুষ্ঠান হচ্ছে, কলকাতায় প্রতি বছর হয়। আগেও শ্যামবাজারে হয়েছে। আজ সংঘ বড় হয়েছে। মানুষের কাছে সবথেকে দামি হল মেধা। সংঘ প্রচারের আশায় কোনও কাজ করে না। আমাদের গোটা সমাজকেই এরম বানাতে হবে। সমাজে ভেদাভেদ করলে চলবে না। আমাদের কোনও স্বার্থ নেই। আমাদের কোনও ভোটে জেতার প্রয়োজন নেই।"
advertisement
advertisement
নেতাজির সম্পর্কে মোহন ভগবত বলেন, "এত পড়ালেখায় অনেক রোজগার করতে পারতেন। তিনি দেশের বাইরে গিয়ে সেনা হয়ে সারাজীবন দেশের হয়ে কাজ করেছেন। উনি অপেক্ষা করেননি, কিছু পাননি। নেতাজি বলি কারন নেতৃত্ব গুন ছিল। সবার সঙ্গে থেকে নেতৃত্ব দিতেন। ত্যাগী, গুনী ছিলেন। যুদ্ধও করতে হয়েছিল। সময়ে ভাগ্যচক্র ঠিক চললে নেতাজি ভারতে ঢুকে আগে চলে আসত।"
advertisement
ভাগবত বলেন, "নেতাজিকে স্মরণ করা আমাদের কর্তব্য। নেতাজির অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই হবে। প্রথমে তাঁরা আইন মেনেই স্বাধীনতার লড়াই করেছিলেন। কিন্তু পরে যখন নেতাজি দেখলেন সেই পথে কাজ হচ্ছে না, তখন তিনি সশস্ত্র পথ বেছে নেন। এই দুই রাস্তা আলাদা হতে পারে। কিন্তু গন্তব্য একই ছিল। নেতাজির দৃষ্টিভঙ্গিকে বুঝতে হবে। নেতাজির দেখানো গন্তব্যই আমাদের গন্তব্য। আরএসএস-এ আমরা তো সেটাই করি। ভারত বিশ্বে অবদান রাখতে পারে, এমন ভাবে দেশ তৈরি করাই ছিল সুভাষ বাবুর লক্ষ্য।'
advertisement
তিনি বলেন, "সব গুণ হওয়া দরকার। ওনার স্বপ্ন সেটাও পূরন করতে হবে। যে রাস্তা আছে সেটা পার করার জন্য নিজের গুনের প্রয়োজন। গন্তব্য পর্যন্ত যাবার জন্য গুন আছে কিনা গুরুত্বপূর্ণ। নেতাজির যা গন্তব্য, আমাদেরও একই গন্তব্য। আমরা সংঘের ওই কাজটাই করি।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 5:15 PM IST