শাহ-নাড্ডার পরে এবার কলকাতায় ভাগবত, দুর্গাপুরে দত্তাত্রেয়! রামমন্দির আবহে তৎপর RSS?
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
সূত্রের খবর, সাংগঠনিক আলোচনা করার পাশাপাশি ভাগবত একইসঙ্গে দেখা করতে পারেন রাজ্যের একাধিক বুদ্ধিজীবীর সঙ্গেও। যার মধ্যে নাম রয়েছে প্রাক্তন সিবিআই কর্তা তথা এক সময়ের শাসক দল ঘনিষ্ঠ উপেন বিশ্বাস এবং এআইএফএফ প্রধান কল্যাণ চৌবের।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: অমিত শাহ, জেপি নাড্ডার পর আজ বঙ্গ সফরে সঙ্ঘ পরিবারের দুই শীর্ষ কর্তা। দু’দিনের সফরে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত আসছেন শনিবার দুপুরে। প্রায় একই সময়ে রাজ্যে আসছেন আরএসএস-এর দত্তাত্রেয় হোসবোলে। তাঁর কর্মসূচি অবশ্য কলকাতায় নয়। তিনি দুর্গাপুরে আরএসএসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। শাহ—নাড্ডার পরপরই ভাগবত রাজ্যে আসায় লোকসভা ভোট-বর্ষের প্রাকলগ্নে বাংলায় গেরুয়া শিবিরের এই তৎপরতা নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল বেড়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের।
সূত্রের খবর, সাংগঠনিক আলোচনা করার পাশাপাশি ভাগবত একইসঙ্গে দেখা করতে পারেন রাজ্যের একাধিক বুদ্ধিজীবীর সঙ্গেও। যার মধ্যে নাম রয়েছে প্রাক্তন সিবিআই কর্তা তথা এক সময়ের শাসক দল ঘনিষ্ঠ উপেন বিশ্বাস এবং এআইএফএফ প্রধান কল্যাণ চৌবের। তবে এসবের বাইরে একাধিক সাংগঠনিক কর্মসূচি রয়েছে মোহন ভাগবতের।
আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। ইতিমধ্যেই রাম মন্দিরকে সামনে রেখে জোর প্রচার শুরু করে দিয়েছে বঙ্গ পদ্ম শিবির। আর এবার রাজ্য থেকে কারা কারা যাবেন, কীভাবে প্রচার করা হবে, এসব নিয়েই আলোচনা করবেন আরএসএস প্রধান। সঙ্গে বঙ্গ বিজেপির একাধিক নেতাও বৈঠক করবেন বলে সূত্রের খবর। সঙ্ঘের আরও এক শীর্ষ নেতা দত্তাত্রেয় হোসবোলে। তাঁর আসার কথা রয়েছে দুর্গাপুরে। যদিও দুইনেতার এই বঙ্গ সফর রুটিন মাফিক ও একেবারেই সাংগঠনিক বলেই জানিয়েছে আরএসএস নেতৃত্ব।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 30, 2023 9:43 AM IST