CAA বিরোধিতা: খড়গপুর থেকে ছাড়বে পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, আরও বহু ট্রেনের যাত্রাপথ বদল--
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
CAA বিরোধিতায় বিক্ষোভ, বহু ট্রেনের যাত্রাপথ বদল, জেনে নিন বিস্তারিত--
#কলকাতা: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধীতায় বিক্ষোভ, উত্তপ্ত রাজ্যের নানা প্রান্ত! ভাঙভুর, তছনছ, অগ্নিকাণ্ড উলুবেড়িয়া, বেলডাঙা সহ রাজ্যের একাধিক রেলস্টেশনে! তাণ্ডবের ধাক্কা রেলেও! বাতিল একাধিক ট্রেন, বহু ট্রেনের গতিপথ পরিবর্তণ করা হল!
দক্ষিণ-পূর্ব রেলে ট্রেন চলাচল ব্যাহত! হাওড়া থেকে ছাড়বে না দক্ষিণ-পূর্বের ট্রেন, হাওড়ায় ঢুকছেও না দক্ষিণ-পূর্বের ট্রেন। ব্যাহত লোকাল ও দূরপাল্লার ট্রেন চলাচল। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রিত করা হয়েছে, যেমন--
হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী মেচেদা থেকে ছাড়বে
advertisement
খড়গপুর থেকে ছাড়বে পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস
মেচেদা থেকে ছাড়বে টাটা-হাওড়া স্টিল এক্সপ্রেস
টাটানগর থেকে ছাড়বে রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
advertisement
শালিমার-সিএসটি কুরলা এক্সপ্রেস ভায়া আসানসোল যাবে
মুম্বই-হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস আসানসোল হয়ে যাবে
CAA বিরোধিতায় বিক্ষোভের জেরে বাতিল হয়েছে একাধিক ট্রেন । একনজরে দেখে নিন তালিকা--
বাতিল হাওড়া-দিঘা এসি এক্সপ্রেস
বাতিল হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস
বাতিল হাওড়া-তিরুপতি হামসফর এক্সপ্রেস
হাওড়া-লোকমান্য তিলক গীতাঞ্জলি এক্সপ্রেস বাতিল
বাতিল হাওড়া-এরনাকুলম এক্সপ্রেস
বাতিল হাওড়া-দিঘা কাণ্ডারি এক্সপ্রেস
বাতিল হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস
advertisement
বাতিল হাওড়া-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস
বাতিল হাওড়া-চেন্নাই করমন্ডল এক্সপ্রেস
হাওড়া-দিঘা কাণ্ডারি এক্সপ্রেস বাতিল
বাতিল দিঘা-এনজেপি পাহাড়িয়া এক্সপ্রেস
বাতিল রূপসী বাংলা এক্সপ্রেস
অন্যদিকে, রাজ্যরানি এক্সপ্রেস শালবনি পর্যন্ত আসবে, আরণ্যক এক্সপ্রেস আসবে আদ্রা পর্যন্ত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 14, 2019 6:14 PM IST