ABHIJIT CHANDA#মুরারই: বীরভূমের মুরারই এর বাসিন্দা জয়ন্ত রাজবংশী, একচল্লিশ বছর বয়স। হতদরিদ্র অবস্থা। বহু আশা নিয়ে কলকাতার উপকন্ঠে ডানকুনিতে এসেছিলেন। কোনও রকমে ঘর ভাড়া করে, ট্রাকে মাল উঠানামার কাজ করতেন। নিজে বহু কষ্ট করে কোনক্রমে কিছু টাকা গ্রামের বাড়িতে পাঠাতেন।
এরপর তাঁকে যাওয়া হয় পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকেও ফিরিয়ে দেওয়া হয় । এরপর অনেক কষ্টে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে ভর্তিও নেওয়া হয়। কুড়ি তারিখ দুপুরে তাঁর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অস্ত্রোপচারের মেশিন খারাপ থাকার অজুহাতে তাঁকে সেখানে এক প্রকার চিকিৎসা না করে ফেলে রাখা হয় বলে অভিযোগ। জয়ন্তর প্রতিবেশী এবং কয়েকজন শুভানুধ্যায়ী ছোটাছুটি শুরু করেন। অভিযোগ, বারবার বলেও জয়ন্তর পায়ের অস্ত্রোপচার করা হয় না। এই অবস্থাতে তাঁরা আবার তাঁকে আরজিকর হাসপাতালে নিয়ে যায়। আর সেই থেকেই তাঁর ঠাঁই হয়েছে আরজিকর হাসপাতালে সার্জারি আউটডোরের সামনের গাছের তলা। কনকনে শীতে জয়ন্ত ও তাঁর হতভাগা স্ত্রী হাহুতাশ করছে সামান্য একটু চিকিৎসার জন্য। ডান পায়ের ব্যান্ডেজ খুললেই চূড়ান্ত দুর্গন্ধ। গোটা ডান পা পচে গিয়েছে। যন্ত্রণায় কাটা পাঁঠার মত ছটফট করছে জয়ন্ত। যা পরিস্থিতি তাঁকে বাঁচানো দুষ্কর। এই অবস্থাতেও আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে জয়ন্তর পরিবারের অভিযোগ, ভর্তি তো দূরঅস্ত, বারবার করে তাঁদেরকে হুমকি দেওয়া হচ্ছে যাতে জয়ন্তকে নিয়ে হাসপাতালের বাইরে বেরিয়ে যাওয়া হয়। এমনকি পুলিশ দিয়েও তাঁকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে যাতে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়।
হতভাগ্য জয়ন্ত রাজবংশী মৃত্যুর দোরগোড়ায়। তাঁর পরিবার-পরিজন, তাঁরাও এই শহর কলকাতায় এসে পথভ্রষ্ট। কি করবে, কোথায় যাবে, কোনও কুল কিনারা পাচ্ছে না ।এই কি শহরের মানবিকতা! কবি সুভাষ মুখোপাধ্যায় বহুদিন আগে লিখেছিলেন, ‘এ কলকাতার মাঝে আছে অন্য কলকাতা।’ গতির শহরে কেউ কি একটুও ফিরে তাকাবে না এই হতভাগ্য জয়ন্তর দিকে। বড়দিনের সান্তাক্লজ কি উঠে আসবে না জয়ন্ত রাজবংশীর পাশে দাঁড়ানোর জন্য ! এতোটাই কি অমানবিক এই শহর, সেই প্রশ্নটা উঠে আসছে বড়দিনের উৎসবের সময়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Medical collage, Rail Accident