Rice Price Hike: চালের দাম শুনলে পিলে চমকে যাবে...! এ কী হচ্ছে... দুধ ডিমের পরে এবার ভাতেও টান?
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:Sudipta Sen
Last Updated:
স্থানীয় ক্রেতাশিপ্রা সেনগুপ্ত বলেন, 'খুব মুশকিল। সাধারণ মানুষ কী খাবে? সরকারের অবিলম্বে ব্যবস্থা করা উচিত।'
কলকাতা: ফের হেঁশেলে টান। পেট চালানোর কোনও কিছুই আর সস্তা নেই। ডিম, দুধ তো ছিলই। এবার চালের দাম বাড়াতে আরও চাপে মধ্যবিত্ত।
বাঁশকাটি চাল আগে ছিল ৫৫টাকা কেজি এখন ৭০, মিনিকেট আগে ছিল ৬০ টাকা এখন ৭০, রত্না আগে ছিল ৩৮ এখন হয়েছে ৪৫। গোবিন্দভোগের দাম আগে ছিল ৮০ এখন ১০০। স্থানীয় ক্রেতা শিপ্রা সেনগুপ্ত বলেন, ‘খুব মুশকিল। সাধারণ মানুষ কী খাবে? সরকারের অবিলম্বে ব্যবস্থা করা উচিত।’ পাইকারি বাজারের এক বিক্রেতা বলেন, ‘মহাজনেরা বলছে চাল নেই। আমাদের বেশি দামে কিনতে হচ্ছে তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। যতদিন না নতুন চাল উঠবে এইরকমই চলবে। সরকারি বাঁশরি চালের দামটাও ৪০ টাকা হয়েছে।’
advertisement
advertisement
নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতি মুহূর্তে বেড়েই চলেছে। এবার চালের দাম বাড়ায় কী করবেন বুঝে উঠতে পারছেন না সাধারণ মানুষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 13, 2025 11:27 AM IST