Rice Price Hike: চালের দাম শুনলে পিলে চমকে যাবে...! এ কী হচ্ছে... দুধ ডিমের পরে এবার ভাতেও টান?

Last Updated:

স্থানীয় ক্রেতাশিপ্রা সেনগুপ্ত বলেন, 'খুব মুশকিল। সাধারণ মানুষ কী খাবে? সরকারের অবিলম্বে ব্যবস্থা করা উচিত।'

News18
News18
কলকাতা: ফের হেঁশেলে টান। পেট চালানোর কোনও কিছুই আর সস্তা নেই। ডিম, দুধ তো ছিলই। এবার চালের দাম বাড়াতে আরও চাপে মধ্যবিত্ত।
বাঁশকাটি চাল আগে ছিল ৫৫টাকা কেজি এখন ৭০, মিনিকেট আগে ছিল ৬০ টাকা এখন ৭০, রত্না আগে ছিল ৩৮ এখন হয়েছে ৪৫। গোবিন্দভোগের দাম আগে ছিল ৮০ এখন ১০০। স্থানীয় ক্রেতা শিপ্রা সেনগুপ্ত বলেন, ‘খুব মুশকিল। সাধারণ মানুষ কী খাবে? সরকারের অবিলম্বে ব্যবস্থা করা উচিত।’ পাইকারি বাজারের এক বিক্রেতা বলেন, ‘মহাজনেরা বলছে চাল নেই। আমাদের বেশি দামে কিনতে হচ্ছে তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। যতদিন না নতুন চাল উঠবে এইরকমই চলবে। সরকারি বাঁশরি চালের দামটাও ৪০ টাকা হয়েছে।’
advertisement
advertisement
নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতি মুহূর্তে বেড়েই চলেছে। এবার চালের দাম বাড়ায় কী করবেন বুঝে উঠতে পারছেন না সাধারণ মানুষ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rice Price Hike: চালের দাম শুনলে পিলে চমকে যাবে...! এ কী হচ্ছে... দুধ ডিমের পরে এবার ভাতেও টান?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement