RG Kar Protest: দুপুর ২টোর মধ্যে রিপোর্ট...! কতজন কাজে ফিরল? জুনিয়র চিকিৎসকদের 'অ্যাটেনডেন্স' চাইল স্বাস্থ্য ভবন
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
RG Kar Protest: গত ৯ সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগদান করার জন্যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে সরকারি হাসপাতালগুলিতে কতজন জুনিয়র ডাক্তার কাজে যোগ দিয়েছেন তার সম্পূর্ণ বিবরণ এবার চেয়ে পাঠাল স্বাস্থ্য দফতর।
কলকাতা: গত ৯ সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগদান করার জন্যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে সরকারি হাসপাতালগুলিতে কতজন জুনিয়র ডাক্তার কাজে যোগ দিয়েছেন তার সম্পূর্ণ বিবরণ এবার চেয়ে পাঠাল স্বাস্থ্য দফতর। বেলা দুটোর মধ্যে স্বাস্থ্য ভবনে এই রিপোর্ট জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর কতজন জুনিয়র চিকিৎসক কাজে যোগ দিল? বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষদের কাছ থেকে জানতে চাইল স্বাস্থ্য ভবন। দুপুর দুটোর মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলির প্রিন্সিপাল বা অধিকর্তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে বৃহস্পতিবার বেলা দুটোর মধ্যে কতজন জুনিয়র ডাক্তার কাজে যোগ দিয়েছেন। রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালগুলিতে এই মর্মে পাঠানো হয়েছে নোটিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 12, 2024 4:05 PM IST










