BJP at Raj bhavan: দিলীপ-সুকান্ত মিলে রাজভবনে গিয়ে মমতার নামে ‘নালিশ’! তারপরেই তড়িঘড়ি দিল্লির পথে রাজ্যপাল সিভি আনন্দ বোস
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
শুধু তাই নয়, বুধবারের মঞ্চ থেকে অসম, মণিপুরের মতো ভিনরাজ্য নিয়ে করা তৃণমূলনেত্রীর মন্তব্য নিয়েও উদ্বেগপ্রকাশ করেন সুকান্ত৷ জানান, এই বিষয়টিও রাজ্যপালকে জানিয়েছেন তাঁরা৷ সুকান্ত বলেন, ‘‘যদি মুখ্যমন্ত্রী বলেন অসম, মণিপুরকে অশান্ত করে দেব, তাহলে সেটা দেশদ্রোহিতার সমান। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার আইন আনা উচিত। বাংলার মানুষের ভেবে দেখার সময় এসেছে এবার৷’’
কলকাতা: আরজি কর ইস্যুতে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ বৈঠক শেষে একটি সাংবাদিক বৈঠকও করেন সুকান্ত৷ জানান, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা একাধিক মন্তব্যের বিষয়ে তাঁরা বিশদে জানিয়েছেন রাজ্যপালকে৷ রাজ্যপালও গোটা বিষয়টিতে নজর রেখেছেন বলে জানিয়েছেন তাঁদের৷
সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার বলেন, ‘‘আরজি কর-এর ঘটনা ও তার পরবর্তীতে যে সব ঘটনা ঘটেছে রাজ্যে, তার সবটা জানাতে এসেছিলাম রাজ্যপালকে। এই প্রথম দেখা গেল মুখ্যমন্ত্রী ধমকানি দিচ্ছেন মঞ্চ থেকে, সেটা সবটা বিস্তৃত আকারে জানিয়েছি আমরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ফোঁস’ করা ‘আগুন জ্বলা’, ডাক্তারদের হুমকি… সবটা জানিয়েছি। রাজ্যপালকে জানিয়েছি আপনি আমাদের ভরসা, আপনি দেখুন।’’
advertisement
সুকান্তের অভিযোগ, ‘‘যে হিংসার কথা মুখ্যমন্ত্রী বলেছেন গতকাল (বুধবার) তাতে বাংলায় গৃহযুদ্ধ বাঁধবে ভবিষ্যতে। সংবিধান আপনাকে দায়িত্ব দিয়েছে বাংলার মানুষের অধিকার রক্ষার তাই বাংলাকে শান্ত করতে যা যা করার দরকার করুন, এই অনুরোধ জানিয়েছি আমরা রাজ্যপালকে।’’
advertisement
আরও পড়ুন: দিল্লির জরুরি তলব? সুকান্ত, দিলীপের সঙ্গে বৈঠক সেরেই রাজধানীর পথে রাজ্যপাল!
সুকান্ত জানান, রাজ্যপাল তাঁদের জানিয়েছেন, তিনি বিষয়টির দিকে নজরদারি রেখেছেন। রাজ্য বিজেপি মনে করছে রাজ্যপাল নিশ্চই বিষয়টা নিয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করবেন।
advertisement
শুধু তাই নয়, বুধবারের মঞ্চ থেকে অসম, মণিপুরের মতো ভিনরাজ্য নিয়ে করা তৃণমূলনেত্রীর ‘মন্তব্য’ নিয়েও উদ্বেগপ্রকাশ করেন সুকান্ত৷ জানান, এই বিষয়টিও রাজ্যপালকে জানিয়েছেন তাঁরা৷ সুকান্ত বলেন, ‘‘যদি মুখ্যমন্ত্রী বলেন অসম, মণিপুরকে অশান্ত করে দেব, তাহলে সেটা দেশদ্রোহিতার সমান। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার আইন আনা উচিত। বাংলার মানুষের ভেবে দেখার সময় এসেছে এবার৷’’
advertisement
প্রসঙ্গত, আজ, বৃহস্পতিবার রাজ্যপাল দিল্লি গিয়েছেন। সুকান্ত মজুমদারের বিশ্বাস, ‘‘সেখানে আলোচনা হবে৷ তারপর নিশ্চই রাজ্যপাল সিদ্ধান্ত জানাবেন৷ পদক্ষেপ নেবেন বাংলার এই অশান্ত পরিবেশকে শান্ত করার জন্য৷ সেটা আমাদের বিশ্বাস।’’
আরও পড়ুন: তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে, কেন করেছিলেন ‘ফোঁস’ মন্তব্য? বুঝিয়ে দিলেন মমতা
বৃহস্পতিবার আরজি কর কাণ্ডে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার রাজভবনে গিয়েছিল বিজেপির প্রতিনিধি দল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের সঙ্গে রাজভবনে বৈঠক করেন রাজ্যপাল। এদিন বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকের পরেই তড়িঘড়ি রাজভবন থেকে বেরিয়ে দিল্লি রওনা দেন তিনি।
advertisement
রাজভবন সূত্রে জানা গিয়েছে, আরজি কর ইস্যুতে বৃহস্পতিবার রাজভবনে সুকান্ত মজুমদারের নেতৃত্বে রাজ্যপালের সঙ্গে বৈঠক করল বঙ্গ বিজেপি। বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষও। এই বৈঠকের পরেই রাজ ভবন থেকে বেরিয়ে বিমানবন্দর যাবেন সিভি আনন্দ বোস। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার জন্যই দিল্লি যাচ্ছেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 29, 2024 5:07 PM IST