RG Kar Doctor Death: আরজি করে তুমুল উত্তেজনা! খুন ও ধর্ষণের প্রমাণ লোপাটের অভিযোগে জরুরি বিভাগে ঢুকে বিক্ষোভ

Last Updated:

RG Kar Doctor Death:RG Kar Doctor Death: আরজি কর হাসপাতালের যে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সেমিনাররুমে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, তার বিপরীতেই নাকি চলছে সংস্কারের কাজ।

আরজি করে তুমুল উত্তেজনা! খুন ও ধর্ষণের প্রমাণ লোপাটের অভিযোগে জরুরি বিভাগে ঢুকে বিক্ষোভ
আরজি করে তুমুল উত্তেজনা! খুন ও ধর্ষণের প্রমাণ লোপাটের অভিযোগে জরুরি বিভাগে ঢুকে বিক্ষোভ
কলকাতা: আরজি কর নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি। তার মধ্যেই হঠাৎ করেই নতুন উত্তেজনা! বাইরে থেকে এক দল বিক্ষোভকারী আরজি করের জরুরি বিভাগের ভেতরে দৌড়ে ঢুকে পড়েছেন বলে অভিযোগ।
আরজি কর হাসপাতালের যে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সেমিনার রুমে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, তার বিপরীতেই চলছে সংস্কারের কাজ। ভাঙাচোরা দেওয়াল। ইট ভেঙে পড়ে আছে নিচে। এমন একগুচ্ছ ছবি প্রকাশ্যে এসেছে। বর্তমান পরিস্থিতিতে হঠাৎ হাসপাতালের ঘর মেরামতির কী এমন প্রয়োজন ছিল? ডাক্তার তরুণীর খুনের প্রমাণ লোপাটের চেষ্টা নয় তো? এ প্রশ্ন তুলেই সরব হলেন এসএফআই, ডিওয়াইএফআই-এর সদস্যরা।
advertisement
advertisement
মীনাক্ষী মুখার্জী,দীপ্সিতা ধর,কলতানও সেখানে ছিলেন বলে খবর। হাসপাতালের ভিতরে ঢুকে গিয়ে তাঁরা বিক্ষোভ দেখান। এ নিয়ে আরজি কর চত্বরেও তুমুল উত্তেজনা দেখা যায়। ডিসি নর্থ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।
advertisement
আরজি কর কাণ্ডের ভয়াবহতার জেরে উত্তাল রাজ্য। প্রতিবাদী স্বর শোনা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও। রাজ্য জুড়ে চিকিৎসা পরিষেবা বেহাল। শহর ও জেলার ডাক্তাররা বিচার চেয়ে বিক্ষোভে শামিল। তার মধ্যেই নতুন করে শোরগোলের কথা তুলে ধরলেন আন্দোলনরত চিকিৎসকদের একাংশ। তবে কি সূত্র লোপাটের চেষ্টায় ব্যাস্ত হয়ে পড়ল হাসপাতাল কর্তৃপক্ষ? সেই প্রশ্ন উঠছে আন্দোলনরত চিকিৎসকদের একাংশ থেকেও।
advertisement
এ দিকে আরজি কর হাসপাতালের ডাক্তারি পড়ুয়া ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, হাই কোর্টের নজরদারিতে হবে সিবিআই তদন্ত। সেই পরিস্থিতিতে আরজি করের সেই অভিশপ্ত সেমিনার রুমের বিপরীত দিকে মেরামতির ঘটনা সন্দিগ্ধ করছে আন্দোলনকারীদের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Doctor Death: আরজি করে তুমুল উত্তেজনা! খুন ও ধর্ষণের প্রমাণ লোপাটের অভিযোগে জরুরি বিভাগে ঢুকে বিক্ষোভ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement