RG Kar CBI: হাসপাতালে কীভাবে চলত বর্জ্য-দেহ বিক্রি? সন্দীপের সঙ্গে যোগ কাদের? 'সব' তথ্য পেল CBI

Last Updated:

RG Kar CBI: যে দুটি কম্পিউটার বাজেয়াপ্ত করেছিল সেখান থেকে একাধিক বৈদ্যুতিন নথি পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: হাসপাতালে দুর্নীতি মামলায় রবিবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিবিআই তল্লাশি চালায়। সেখান থেকে যে দুটি কম্পিউটার বাজেয়াপ্ত করেছিল সেখান থেকে একাধিক বৈদ্যুতিন নথি পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
ইতিমধ্যেই সেগুলো খতিয়ে দেখা হচ্ছে সিবিআই-এর পক্ষ থেকে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইতিমধ্যেই হাসপাতালের বর্জ্য ও মৃতদেহ বিক্রির অভিযোগ উঠেছে। রবিবার সেই কম্পিউটার থেকে মেডিক্য়ালের বর্জ্য ও মৃতদেহ বিক্রি সংক্রান্ত কিছু নথিও মিলেছে।
আরও পড়ুন: হোটেল বুকিং করে… প্রকাশ্যে মারাত্মক তথ্য! সন্দীপের ‘কাছের লোক’ সুমনের কাছে পৌঁছেই গেল সিবিআই!
হাসপাতালে পরিকাঠামো সংস্কারের কাজ কেন নির্দিষ্ট একটা সংস্থাই পেত সেই সমস্ত তথ্য উদ্ধার হয়েছে ওই বাজেয়াপ্ত কম্পিউটার থেকে। টেন্ডার থেকে শুরু করে সমস্ত কিছু নির্দিষ্ট কেন কিছু লোকই পেত? এরাই মূলত এই চক্রের সঙ্গে রয়েছে বলে প্রাথমিক ভাবে যোগ পেয়েছেন তদন্তকারীরা।
advertisement
advertisement
এবার যারা বরাত পেত পাশাপাশি টেন্ডার এবং সংস্কার সংক্রান্ত একাধিক কাজ পেত তারাই বছরের পর বছর কেন একইভাবে পেয়ে চলছিল? এই সমস্ত তথ্য পাওয়ার পরই খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টি। এবার তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই।
advertisement
অনুপ চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar CBI: হাসপাতালে কীভাবে চলত বর্জ্য-দেহ বিক্রি? সন্দীপের সঙ্গে যোগ কাদের? 'সব' তথ্য পেল CBI
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ ! আগামী কয়েকদিনে রাজ্যে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা
বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ ! আগামী কয়েকদিনে রাজ্যে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা
  • বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ !

  • আগামী কয়েকদিনে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা

  • দেখে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement