RG Kar CBI Update: মৃতদেহ সত্‍কারে ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’! আরজি কর কাণ্ডে এবার ডাক পড়ল আরও এক বিধায়কের, ফাঁস হবে বড় রহস্য?

Last Updated:

RG Kar CBI Update:আরজি কর মেডিক‍্যাল কলেজে চিকিত্‍সক তরুণীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় এবার পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে তলব করল সিবিআই। নির্যাতিতার মৃতদেহ শ্মশানে দাহ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নির্মল ঘোষ বলেই সূত্রের খবর।

মৃতদেহ সত্‍কারে ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’! আরজি কর কাণ্ডে এবার ডাক পড়ল আরেক বিধায়কের, ফাঁস হবে বড় রহস্য?
মৃতদেহ সত্‍কারে ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’! আরজি কর কাণ্ডে এবার ডাক পড়ল আরেক বিধায়কের, ফাঁস হবে বড় রহস্য?
কলকাতা: আরজি কর মেডিক‍্যাল কলেজে চিকিত্‍সক তরুণীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় এবার পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে তলব করল সিবিআই। নির্যাতিতার মৃতদেহ শ্মশানে দাহ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নির্মল ঘোষ বলেই সূত্রের খবর।
আরজি কর কাণ্ডে নির্যাতিতার মৃতদেহ কেন এত দ্রুত দাহ করা হল? এ নিয়ে আগেও উঠেছে প্রশ্ন? সূত্রের খবর, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যখন নির্যাতিতার মৃতদেহ সোদপুরের বাড়িতে নিয়ে যাওয়ার পর তা দাহ করা হয়।
advertisement
advertisement
এই দেহ দাহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। এমনই বেশ কিছু ছবি আগেই সিবিআই এর হাতে এসে পৌঁছেছিল। তখন থেকেই সিবিআই এর নজরে ছিলেন তৃণমূল নেতা নির্মল ঘোষ।
advertisement
এক্ষেত্রে বারবার ঘোলা থানার আইসিকে তলব করা হয়। যদিও তিনি গরহাজির ছিলেন। এরপরই একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকি সেদিনের শ্মশানের ভিডিও ফুটেজ দেখে সিবিআই। এরপরই তলব করা হয় বিধায়ক নির্মল ঘোষকে। জানা গিয়েছে ইতিমধ‍্যেই সিবিআই দফতরে এসেছেন পানিহাটির বিধায়ক। তাঁকে ১১:৩০ টার পর থেকে জিজ্ঞাসাবাদ শুরু হবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar CBI Update: মৃতদেহ সত্‍কারে ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’! আরজি কর কাণ্ডে এবার ডাক পড়ল আরও এক বিধায়কের, ফাঁস হবে বড় রহস্য?
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement