RG Kar Case Protest: ‘একটা সময় শাসক ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়া, আড্ডা, প্রেম খেলা!' কাদের বিঁধলেন কাঞ্চন-ঘরনি শ্রীময়ী

Last Updated:

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল কলকাতা-সহ গোটা দেশ। এরই মধ্যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক

কাঞ্চন-ঘরনি শ্রীময়ী
কাঞ্চন-ঘরনি শ্রীময়ী
কলকাতাঃ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল কলকাতা-সহ গোটা দেশ। এরই মধ্যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। যার জেরে দীর্ঘ বছরের বন্ধু অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবং অভিনেতা ঋত্বিক চক্রবর্তী পাল্টা আক্রমণ করেছেন।
advertisement
এবার স্বামী কাঞ্চন মল্লিকের হয়ে মুখ খুললেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিক। তিনি তাঁর সোশ‍্যাল মিডিয়াতে লেখেন, ‘ আমি কখনই কারোর ব্যক্তিগত স্তরে গিয়ে,কাউকে ব্যক্তিগত আক্রমন করিনা॥॥আজ বাধ্য হয়ে লিখলাম….আমার প্রেম থেকে বিয়ে পর্যন্ত,কিছু মানুষের কাজই ছিল বা আছে,,সমাজমাধ্যমে তাদের মতামত দেওয়া অযাচিত ভাবে॥॥॥তারা সমাজমাধ্যমে type করতেই বসে আছেন,সুযোগ পেলেই লেখা শুরু,,কারোর bedroomনিয়ে কথা বলার আগে,নিজের বেডরুমের দরজার ফুটো টা দেখা উচিত।।।’ (বানান অপরিবর্তিত)
advertisement
তিনি আরও লেখেন, ‘একজন অভিনেত্রী লিখেছেন যে কিছু কিছু মানুষ রগর আর বিয়ে করার জন্য জন্মায়, আমি তার উদ্দেশ্যে বলবো যে সে তো তাও সেই মানুষগুলো তো তাও বিয়ে করার জন্য জন্মেছে ,,আর কিছু মানুষ রয়েছেন যারা আজকে হয়তো দল বদল করেছে, একটা সময় শাসকদলের ঘনিষ্ঠ বন্ধুদের সাথে খাওয়া-দাওয়া, আড্ডা , দামী দামী গিফট নেওয়া,ঘুরতে যাওয়া ,, প্রেম প্রেম খেলা করা সবই করেছেন শুধু বিয়েটা না করে অবৈধ প্রেম গুলো চালিয়ে গেছে। সেই সময় তো এত সমাজ মাধ্যম ছিল না এবং এবং যে বন্ধুগুলো সাক্ষী ছিল সেই বন্ধুগুলো সমাজমাধ্যমে এত ভাল করে গুছিয়ে লিখতে পারত না তাই জন্য they should feel very lucky….আগে নিজের মেরুদন্ড সোজা রাখুক,তারপর অন্যের মেরুদন্ড দেখবে॥॥’(বানান অপরিবর্তিত)
advertisement
রবিবার কোন্নগরে এক প্রতিবাদ ধরনা মঞ্চ থেকে কাঞ্চন বলেন, ‘কর্মবিরতি পালন করছেন শাসকদলের বিরুদ্ধে, ভাল। কিন্তু, তাঁরা সরকারি বেতন নিচ্ছেন তো, না কি নিচ্ছেন না? এটা আমার প্রশ্ন। বোনাস নেবেন তো? না নেবেন না?’ সেই থেকেই ঘটনার সূত্রপাত। কাঞ্চনের উদ্দেশ্যে ফেসবুকে লিখেছেন সুদীপ্তা চক্রবর্তী। বন্ধু হিসেবে তাঁকে ত্যাগ করার কথা বলেছেন অভিনেত্রী। সোমবার ভোররাতে ফেসবুকে সুদীপ্তা চক্রবর্তী লেখেন, ‘এক সময়ের বন্ধু/সহকর্মী কাঞ্চন মল্লিক, তোকে ত্যাগ দিলাম।’ এরপরই টলিপাড়ার একের পর এক অভিনেতা ও পরিচালক কাঞ্চনের বিরুদ্ধে সুর চড়িয়ে চলেছেন। ঋত্বিক চক্রবর্তী তীব্র আক্রমণ শানিয়ে লিখেছেন, ‘ঘাঁটা মল্লিক / চাটা মল্লিক / ফাটা মল্লিক / টা টা মল্লিক’।
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Case Protest: ‘একটা সময় শাসক ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়া, আড্ডা, প্রেম খেলা!' কাদের বিঁধলেন কাঞ্চন-ঘরনি শ্রীময়ী
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement