RG Kar Case Protest: অভয়া মঞ্চের দুই চিকিৎসক তমোনাশ চৌধুরী-পুণ্যব্রত গুণকে পুলিশের নোটিস, হাজিরা না দিলে গ্রেফতারি! কেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
RG Kar Case Protest: অভয়া মঞ্চের আহ্বায়ক তথা চিকিৎসক তমোনাশ চৌধুরী ও চিকিৎসক পুণ্যব্রত গুণকে নোটিস পাঠাল ঠাকুরপুকুর থানার পুলিশ। কেন?
কলকাতা: অভয়া মঞ্চের আহ্বায়ক তথা চিকিৎসক তমোনাশ চৌধুরী ও চিকিৎসক পুণ্যব্রত গুণকে নোটিস পাঠাল ঠাকুরপুকুর থানার পুলিশ। নোটিস পাঠানো হয়েছে তাঁদের দুই গাড়ি চালককেও। সোমবার ঠাকুরপুকুর থানায় তলব করা হয়েছে দুই চিকিৎসককে।
কেন? অভিযোগ, ৮ অগাস্ট অনুমতি ছাড়া ঠাকুরপুকুর থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত সাইকেল র্যালি করা হয়েছিল। অনুমতি ছাড়া এই কর্মসূচি করার জন্য জাতীয় সড়ক আইনের ৮-বি ধারা লঙ্ঘন হয়েছে। আইন লঙ্ঘনের জন্য মামলা হয়েছে ঠাকুরপুকুর থানায়, সেই মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে পুলিশ নোটিশ পাঠিয়েছে চারজনকে।
আরও পড়ুন: ৫ জেলায় তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কলকাতার আবহাওয়া কেমন থাকবে? আবহাওয়ার বড় খবর
এছাড়াও জনগণের অসুবিধা করা, আইন লঙ্ঘন এবং সম্মিলিত অপরাধের ধারায় মামলা রুজু হয়েছে। ২ দিনের মধ্যে ঠাকুরপুকুর থানায় হাজিরার নির্দেশ। থানায় হাজিরা না দিলে গ্রেফতারির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘বাংলাদেশ থেকে কীভাবে এলেন?’, উত্তর দিতে গিয়ে আমতা-আমতা করতেই গ্রেফতার সিরাজুল! কোথায়?
৮ অগাস্ট ঠাকুরপুকুর থেকে কলেজস্ট্রিট পর্যন্ত সাইকেল মিছিল হয়েছিল। সাইকেল মিছিল গিয়ে মিলিত হয় জুনিয়র ডাক্তার ফ্রন্টের অভয়া রাতের মশাল মিছিলে। ৬৫ জন সাইকেল আরোহী অংশ নিয়েছিলেন। চিকিৎসক পুণ্যব্রত গুণ ও তমোনাশ চৌধুরীকে পুলিশের সম্মতি না নিয়ে সাইকেল মিছিল করায় অভয়া মঞ্চের আহ্বায়ক হিসেবে নোটিশ ঠাকুরপুকুর থানার। তাঁদের বিরুদ্ধে জনগণের অসুবিধা করা, আইন অমান্য করা, সম্মিলিত অপরাধের ধারায় মামলা রুজু।
advertisement
অমিত সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 10, 2025 8:13 PM IST