RG Kar Case: আরজি কর আর্থিক দুর্নীতি মামলা, ফের ঘুরল মোড়, এবার অব্যাহতি চেয়ে আবেদন এই জুনিয়র ডাক্তারের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
RG Kar Case: এবার আরজি কর আর্থিক দুর্নীতির মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলেন জুনিয়র চিকিৎসক আশিস পাণ্ডে। মঙ্গলবার আলিপুর সিবিআই বিশেষ আদালতে আরজি কর আর্থিক দুর্নীতির মামলার চার্জ গঠন প্রক্রিয়ার শুনানি ছিল, তাতে আশিসের তরফে আইনজীবী মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।
কলকাতা: এবার আরজি কর আর্থিক দুর্নীতির মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলেন জুনিয়র চিকিৎসক আশিস পাণ্ডে। মঙ্গলবার আলিপুর সিবিআই বিশেষ আদালতে আরজি কর আর্থিক দুর্নীতির মামলার চার্জ গঠন প্রক্রিয়ার শুনানি ছিল, তাতে আশিসের তরফে আইনজীবী মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।
আশিসের তরফে আইনজীবী আনন্দ গঙ্গোপাধ্যায় আশিসকে নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যহতির আবেদন করেন। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তার দুই ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরা ও বিপ্লব সিংহ এবং দেহরক্ষী আশরাফ আলি খান এবং জুনিয়র চিকিৎসক আশিস পাণ্ডে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশগ্রহণ করেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, ওই মামলায় বাকি ৪ অভিযুক্ত আগেই নিজেদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। এবার একই আবেদন করলেন আশিস পাণ্ডে। ইতিমধ্যেই সিবিআইয়ের আইনজীবীদের তরফে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত নথি পেশ করা হয়েছে।
এই মামলার পরবর্তী শুনানি ৫ এপ্রিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2025 4:02 PM IST