RG Kar Case: আরজি করের প্রতিবাদী ডাক্তার ভুয়ো ডিগ্রি দিয়ে চিকিৎসা করছেন! বাড়িতে পুলিশি হানা, বড় ব্যবস্থা মেডিক্যাল কাউন্সিলের
- Reported by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
RG Kar Case: জানা গিয়েছে, ভুয়ো ডিগ্রি ব্যবহার করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তাঁর ডিগ্রি বিষয়ক নানা নথি চেয়ে চিকিৎসক আশফাকুল্লা নাইয়াকে চিঠি দিল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল।
কলকাতা: আরজি কর হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচার চেয়ে পথে নেমেছেন, আন্দোলন করেছেন জুনিয়র চিকিৎসকেরা। তাদের মধ্যে অন্যতম নাম ছিলেন চিকিৎসক আশফাকুল্লা নাইয়া। বর্তমানে তিনি আরজিকর হাসপাতালের ইএনটি বিভাগের জুনিয়র চিকিৎসক। কিন্তু, এবার তাঁকেই কড়া চিঠি দিল মেডিক্যাল কাউন্সিল।
জানা গিয়েছে, ভুয়ো ডিগ্রি ব্যবহার করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তাঁর ডিগ্রি বিষয়ক নানা নথি চেয়ে চিকিৎসক আশফাকুল্লা নাইয়াকে চিঠি দিল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। সাত দিনের মধ্যে তাঁকে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তা না হয়, তাহলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের কথাও স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে ওই চিঠিতে।
advertisement
আরও পড়ুন: কী অবস্থা! ইউনূসের জমানায় এবার নামই পাল্টে যাবে বাংলাদেশের! নতুন নাম কী হবে? শুনে চমকে উঠবেন
advertisement
আশফাকুল্লা জানান, আপাতত আরজি কর মেডিক্যালেই আছেন তিনি। বাড়ি প্রত্যন্ত গ্রামে কাকদ্বীপে। সেখানে সকালে একদল পুলিশ গিয়ে তল্লাশি চালায় বলে দাবি চিকিৎসকের। তিনি জানান, প্রথমে সই-তারিখ ছাড়া রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নোটিস যায়। তারপরই তাঁর ই বাড়িতে পুলিশ পৌঁছে যায়।
advertisement
আরজি কর মেডিক্যালের জুনিয়র ডাক্তার আশফাকুল্লা নাইয়ার অভিযোগ, বৃহস্পতিবার সকালে ৩০-৪০ জন পুলিশকর্মী আচমকাই তাঁর কাকদ্বীপের রামতনুনগরের বাড়িতে হানা দেয়। তল্লাশির নামে বাড়ি তছনছ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। আশফাকুল্লার আশঙ্কা, পুলিশি তল্লাশির নামে যদি কেউ তাঁর বাড়িতে গিয়ে কোনও জিনিস রেখে আসে, তখন কী হবে। তাঁর বাড়িতে বাবা নেই। তিনি গত হয়েছেন। রয়েছেন মা ও ছোট ভাই-বোনেরা। হঠাৎ করে তাঁদের ভয় দেখানো হল কেন, এই প্রশ্ন তুলেছেন আশফাকুল্লা।
advertisement
আশফাকুল্লা বলেন, ”ভয় দেখানোর জন্য প্রশাসন এ ধরনের পদক্ষেপ নিচ্ছে। আমার বিরুদ্ধে কোনও অভিযোগ হয়েছে বলে পুলিশ আমাকে জানায়নি। যদি আমার বিরুদ্ধে কোনও অভিযোগ পুলিশের থাকে, তাহলে সরাসরি আমাকে এসে জানান। পুলিশ নিয়ে এসে আমাকে গুলি করুক আমি প্রস্তুত। আমার বাড়ির লোক ভীত সন্ত্রস্ত। একটা বিতর্ক তৈরি হয়েছিল। সেটা ভুলবশত আমি আগেই তার জবাব দিয়েছি, ভুল করে পোস্টার ছাপানো হয়েছিল। মেডিক্যাল কাউন্সিলের তরফ থেকে আমার কাছে কোন ইমেইল আসেনি। আসলে তার জবাব দেব।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 16, 2025 2:16 PM IST










