#কলকাতা: করোনার জেরে অনেকেই সমস্যার মুখে পড়তে হয়েছে ৷ লকডাউনের শহরে একাংশের বন্ধ রোজগার। দিনের শুরুতেই খবারের চিন্তা, কারন রোজগারহীন জীবনে এখন একমুঠো চালের যোগান মুশকিল। লকডাউন ঘোষণার পরে বিভিন্ন সংস্থা দুঃস্থদের পাশে এসে দাঁড়িয়েছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এল রিলায়েন্স ফাউন্ডেশন। মানুষের দরকারে সব সময়ে পাশে এসে দাঁড়ায় রিলায়েন্স ফাউন্ডেশন ৷ এবার লকডাউনের সময় দুঃস্থদের পাশে চাল, ডাল-সহ বিভিন্ন খাদ্য সামগ্রী সহ হাজির রিলায়েন্স।
শনিবার কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিমকে দেওয়া হল ৫৫০টি ব্যাগ। সেই ব্যাগে আছে রান্না করার বিভিন্ন সামগ্রী। একটি ব্যাগে আছে-
শনিবারের পরে সপ্তাহের শুরুতে ফের আরও সামগ্রী একইভাবে পাঠানো হবে। এইভাবে প্রায় ১০ হাজারটি ব্যাগ দেওয়া হবে। এই ব্যাগগুলো মূলত কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে যাবে। বর্তমানে চেতলার একটি স্কুলে এই ব্যাগগুলো রাখা হলেও কিছুদিনের মধ্যে পৌছে যাবে গরীব -দুঃস্থদের হাতে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, COVID-19