রেড রোডে শুরু হতে চলেছে স্বাধীনতা দিবসের মহড়া, ৮ দিন বন্ধ থাকবে শহরের বেশ কয়েকটি রাস্তা

Last Updated:

মহড়ার জন্য ৮ দিন বন্ধ থাকবে শহরের বেশ কয়েকটি রাস্তা। সকাল ৫টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত বন্ধ থাকবে রাস্তাগুলি ৷

#কলকাতা: ২০১৬ সালে জানুয়ারি মাসের এক কুয়াশা মাখা সকালে রেড রোডের দূর্ঘটনার কথা কমবেশি সকলেরই মনে আছে ৷ সে সময় রেড রোডে চলছিল ২৬ জানুয়ারির কুচকওয়াজের মহড়া ৷ তখনই ব্যারিকেড ভেঙে সেখানে ঢুকে পড়েছিল সাদা একটি SUV ৷ মুহূর্তে পিষে দিয়েছিল এক অভিমন্যু গৌড় নামে এক বায়ুসেনা অফিসারকে ৷ পুলিশের তদন্তে উঠে আসে, গাড়িটি প্রাক্তন আরজেডি-র বিধায়ক ও তৃণমূল নেতা মহম্মদ সোহরাবের ৷ সেদিন সকালে গাড়িটি চালাচ্ছিলেন বিধায়ক পুত্র আম্বিয়া সোহরাব ৷ দুর্ঘটনাস্থলে গাড়িটি ফেলেই চম্পট দিয়েছিলেন আম্বিয়া ৷ পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷
সেই দূর্ঘটনার পর থেকেই রেড রোডের মহড়া নিয়ে যথেষ্ট সতর্ক হয়ে গিয়েছে কলকাতা পুলিশ ৷ আগামিকাল থেকেই শুরু হচ্ছে স্বাধীনতা দিবসের মহড়া ৷ মহড়ার চলাকালীন আগাম সতর্কতা অবলম্বন করবে কলকাতা পুলিশ। মহড়ার জন্য ৮ দিন বন্ধ থাকবে শহরের বেশ কয়েকটি রাস্তা। সকাল ৫টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত রেড রোড, খিদিরপুর রোড, লাভার্স রোড, কিংগস ওয়ে (প্রয়োজন হলে), হসপিটাল রোড (প্রয়োজন হলে), পালসে গেট রোড (প্রয়োজন হলে) বন্ধ থাকবে ৷ ২৯, ৩১ জুলাই এবং ২, ৫, ৭, ৯, ১০, ১৩ অগস্ট এই মহড়া চলবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রেড রোডে শুরু হতে চলেছে স্বাধীনতা দিবসের মহড়া, ৮ দিন বন্ধ থাকবে শহরের বেশ কয়েকটি রাস্তা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement