হোম /খবর /কলকাতা /
কেন মা ফ্লাইওভারে ঘনঘন পথ দুর্ঘটনা? গাফিলতি জানুন কোথায়

কেন মা ফ্লাইওভারে ঘনঘন পথ দুর্ঘটনা? গাফিলতি জানুন কোথায়

মা ফ্লাইওভার পথ দুর্ঘটনা

মা ফ্লাইওভার পথ দুর্ঘটনা

ট্রাফিক পুলিশ সূত্রের খবর, মা ব্রিজের উপর অসংখ্য স্পিড লিমিট লাগানো রয়েছে | মুশকিল হল যারা যাতায়াত করছেন তাঁরা জানেন কোথায় কোথায় স্পিড লিমিট লাগানো | ফলে স্পিড লিমিট লাগানো জায়গাতে গাড়ি বা বাইক ধীরে করে দেয় | কিন্তু স্পিড লিমিট পেরোলেই বেপরোয়া গতিতে গাড়ি চলে |

আরও পড়ুন...
  • Share this:

#কলকাতা: মা  উড়ালপুলে  একের পর এক পথ  দুর্ঘটনা ঘটে চলছেই | গত মাস দুয়েকের মধ্যে মা উড়ালপুলে ঘটেছে বড়ো ধরণের দুর্ঘটনা | মা ব্রিজে স্পিড  লিমিট, সিসিটিভি, পুলিশি টহলদারি   থাকা  সত্ত্বেও কেন বারবার ঘটছে পথ দুর্ঘটনা? কোথায় রয়েছে গাফিলতি ? কেন প্রায় দিনই  ঘটছে পথদুর্ঘটনা?  পরপর দুর্ঘটনার পরও আদৌ কি টনক নড়েছে সাধারণ জনগণের?দেখে নেওয়া যাক আজকের পরিস্থিতি ....ঘড়িতে সকাল 9 টা : বাইক  দাঁড় করিয়ে ছবি তুলছেন এক ব্যক্তি , জিগ্যেস  করতেই ক্ষমা হাত জোর করে |ঘড়িতে সকাল 11.00 :   বাইক দাঁড় করিয়ে ফোনে কথা বলছেন এক যুবক  | জিজ্ঞাসা করতেই গুরুত্বপূরেণ কল বলে অজুহাত| প্রাণের থেকেও বেশি  দামি বেশি গুরুত্বপূর্ণ ফোনে কথা বলা? প্রশ্ন করলেই, ভুল হয়েছে  ক্ষমা চাইলেন ওই ব্যক্তি  |ঘড়িতে সকাল 10 টা: বাইক  থামিয়ে ফোন এ কথা ক্যামেরা  দেখে পালালেন এক ব্যক্তি |ঘড়িতে সকাল 10.15: বাইক থামিয়ে ফোনে  কথা বলছেন এক ব্যক্তি |

ঘড়িতে সকাল 10.30: বাইক থামিয়ে ফোন এ কথা বলছেন এক ব্যক্তি |ঘড়িতে সকাল 11টা: বাইক থামিয়ে ফোনে কথা বলছেন এক ব্যক্তি |

ঘড়িতে সকাল 11.30: বাইক থামিয়ে ছবি তুলছে এক ব্যক্তি |ঘড়িতে বেলা  12 টা: বাইক থামিয়ে কানে ফোনে দিয়ে কথা বলছেন এক ব্যক্তি  |

মা উড়ালপুলে সম্প্রতি উল্লেখযোগ্য  দুর্ঘটনা 23 ডিসেম্বর 2020 : মা ব্রিজের উপর দুর্ঘটনা | ছোটা হাতি  নিয়ন্ত্রণ হারিয়ে  উল্টে যায় | জখম  হন 20- 25 জন। হাসপাতালে পরে মৃত্যু  হয় একজনের |14 জানুয়ারি 2021 : মা ব্রিজে দুর্ঘটনা | একটি চার চাকার গাড়ি দাঁড় করিয়ে  টায়ার  চেঞ্জ  করার সময় পিছন থেকে অপর একটি চার চাকা গাড়ি এসে ধাক্কা মারে | জখম হন ২জন |1ফেব্রুয়ারি 2021: মা ব্রিজের উপর দুর্ঘটনা | বাইকে করে আসার সময় বাইক থামিয়ে ফোনে কথা  বলার সময় পিছন থেকে চার চাকার গাড়ি ধাক্কায় রেলিং টপকে পরে যায় ওই যুবক | মৃতু হয় যুবকের | পিছনে বসে থাকা বান্ধবী ছিটকে পরে যায় রাস্তায় |2 ফেব্রুয়ারি 2021 : মা উড়ালপুলে দুর্ঘটনা | এক শিক্ষিকা  পার্ক সার্কাস  থেকে বাইকে যাচ্ছিলেন আলিপুরে একটি স্কুলে | আচমকা  একটি চার চাকার গাড়ি বাঁদিক  ডানদিক করে বেপরোয়া  গতিতে গাড়ি চালানোর জেরে বাঁদিক চাপতেই মোটরবাইক  থেকে পরে যান শিক্ষিকা  |

আরও পড়ুন 'লেডিস মানি ব্যাগ'-র আড়ালে মাদক পাচার! উদ্ধার প্রায় সাড়ে পাঁচ কেজি চরস

ট্রাফিক পুলিশ সূত্রের খবর, মা ব্রিজের উপর অসংখ্য স্পিড লিমিট লাগানো রয়েছে | মুশকিল হল যারা যাতায়াত করছেন তাঁরা জানেন কোথায় কোথায় স্পিড  লিমিট লাগানো | ফলে স্পিড লিমিট  লাগানো জায়গাতে গাড়ি বা বাইক ধীরে করে দেয় | কিন্তু স্পিড  লিমিট  পেরোলেই বেপরোয়া  গতিতে গাড়ি চলে | এছাড়া বাইপাসের ধারে পাঁচতারা হোটেলের সামনে কেউ কেউ গাড়ি বা বাইক দাঁড় করিয়ে সেলফিও তোলেন | কেউ আবার বাইপাসে চায়না টাউনের উল্টোদিকে বিশাল জলাধারের  সেলফি বা ছবি তোলার জন্য আচমকা গাড়ি বা বাইক থামিয়ে দাঁড়িয়ে পড়েন | কেউ আবার মা ব্রিজের উপর দাঁড়িয়ে হোডিং বা বিজ্ঞাপনের ছবি তোলেন | আবার কেউ কেউ ব্রিজের  উপর বাইক নিয়ে যাওয়ার সময় বাইক হটাৎ দাঁড় করিয়ে ফোনে গল্প করেন | মা ব্রিজের উপর হেটে যাওয়া বা দাঁড়িয়ে ছবি বা সেলফি  তোলার উপর নিষেধআজ্ঞা রয়েছে | কিন্তু সেসব নিয়মকে  বুড়ো আঙ্গুল দেখিয়ে দেদ্দার চলছে মা ব্রিজের উপর সেলফি তোলা বা ফোন  ঘাটার হিড়িক | সিসিটিভি দিয়েও নজরদারি করা হচ্ছে তবে নিয়মকে উপেক্ষা করার মাসুল গুনতে হচ্ছে  প্রাণ দিয়ে | আর কবে টনক নড়বে সাধারণ মানুষের?দুর্ঘটনা  জন্য শুধু পুলিশের বাড়তি সতর্কতা হলেই চলবে না | এর জন্য মানুষের মধ্যেকার  সচেতনতা বোধকে জাগ্রত  করতে হবে  | তবেই রোখা  সম্ভব পথদুর্ঘটনা |ARPITA  HAZRA

Published by:Pooja Basu
First published:

Tags: Accident, Maa Flyover