#কলকাতা: মা উড়ালপুলে একের পর এক পথ দুর্ঘটনা ঘটে চলছেই | গত মাস দুয়েকের মধ্যে মা উড়ালপুলে ঘটেছে বড়ো ধরণের দুর্ঘটনা | মা ব্রিজে স্পিড লিমিট, সিসিটিভি, পুলিশি টহলদারি থাকা সত্ত্বেও কেন বারবার ঘটছে পথ দুর্ঘটনা? কোথায় রয়েছে গাফিলতি ? কেন প্রায় দিনই ঘটছে পথদুর্ঘটনা? পরপর দুর্ঘটনার পরও আদৌ কি টনক নড়েছে সাধারণ জনগণের?দেখে নেওয়া যাক আজকের পরিস্থিতি ....ঘড়িতে সকাল 9 টা : বাইক দাঁড় করিয়ে ছবি তুলছেন এক ব্যক্তি , জিগ্যেস করতেই ক্ষমা হাত জোর করে |
ঘড়িতে সকাল 11.30: বাইক থামিয়ে ছবি তুলছে এক ব্যক্তি |ঘড়িতে বেলা 12 টা: বাইক থামিয়ে কানে ফোনে দিয়ে কথা বলছেন এক ব্যক্তি |
মা উড়ালপুলে সম্প্রতি উল্লেখযোগ্য দুর্ঘটনা 23 ডিসেম্বর 2020 : মা ব্রিজের উপর দুর্ঘটনা | ছোটা হাতি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় | জখম হন 20- 25 জন। হাসপাতালে পরে মৃত্যু হয় একজনের |14 জানুয়ারি 2021 : মা ব্রিজে দুর্ঘটনা | একটি চার চাকার গাড়ি দাঁড় করিয়ে টায়ার চেঞ্জ করার সময় পিছন থেকে অপর একটি চার চাকা গাড়ি এসে ধাক্কা মারে | জখম হন ২জন |1ফেব্রুয়ারি 2021: মা ব্রিজের উপর দুর্ঘটনা | বাইকে করে আসার সময় বাইক থামিয়ে ফোনে কথা বলার সময় পিছন থেকে চার চাকার গাড়ি ধাক্কায় রেলিং টপকে পরে যায় ওই যুবক | মৃতু হয় যুবকের | পিছনে বসে থাকা বান্ধবী ছিটকে পরে যায় রাস্তায় |2 ফেব্রুয়ারি 2021 : মা উড়ালপুলে দুর্ঘটনা | এক শিক্ষিকা পার্ক সার্কাস থেকে বাইকে যাচ্ছিলেন আলিপুরে একটি স্কুলে | আচমকা একটি চার চাকার গাড়ি বাঁদিক ডানদিক করে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জেরে বাঁদিক চাপতেই মোটরবাইক থেকে পরে যান শিক্ষিকা |
আরও পড়ুন 'লেডিস মানি ব্যাগ'-র আড়ালে মাদক পাচার! উদ্ধার প্রায় সাড়ে পাঁচ কেজি চরস
ট্রাফিক পুলিশ সূত্রের খবর, মা ব্রিজের উপর অসংখ্য স্পিড লিমিট লাগানো রয়েছে | মুশকিল হল যারা যাতায়াত করছেন তাঁরা জানেন কোথায় কোথায় স্পিড লিমিট লাগানো | ফলে স্পিড লিমিট লাগানো জায়গাতে গাড়ি বা বাইক ধীরে করে দেয় | কিন্তু স্পিড লিমিট পেরোলেই বেপরোয়া গতিতে গাড়ি চলে | এছাড়া বাইপাসের ধারে পাঁচতারা হোটেলের সামনে কেউ কেউ গাড়ি বা বাইক দাঁড় করিয়ে সেলফিও তোলেন | কেউ আবার বাইপাসে চায়না টাউনের উল্টোদিকে বিশাল জলাধারের সেলফি বা ছবি তোলার জন্য আচমকা গাড়ি বা বাইক থামিয়ে দাঁড়িয়ে পড়েন | কেউ আবার মা ব্রিজের উপর দাঁড়িয়ে হোডিং বা বিজ্ঞাপনের ছবি তোলেন | আবার কেউ কেউ ব্রিজের উপর বাইক নিয়ে যাওয়ার সময় বাইক হটাৎ দাঁড় করিয়ে ফোনে গল্প করেন | মা ব্রিজের উপর হেটে যাওয়া বা দাঁড়িয়ে ছবি বা সেলফি তোলার উপর নিষেধআজ্ঞা রয়েছে | কিন্তু সেসব নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেদ্দার চলছে মা ব্রিজের উপর সেলফি তোলা বা ফোন ঘাটার হিড়িক | সিসিটিভি দিয়েও নজরদারি করা হচ্ছে তবে নিয়মকে উপেক্ষা করার মাসুল গুনতে হচ্ছে প্রাণ দিয়ে | আর কবে টনক নড়বে সাধারণ মানুষের?দুর্ঘটনা জন্য শুধু পুলিশের বাড়তি সতর্কতা হলেই চলবে না | এর জন্য মানুষের মধ্যেকার সচেতনতা বোধকে জাগ্রত করতে হবে | তবেই রোখা সম্ভব পথদুর্ঘটনা |ARPITA HAZRA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident, Maa Flyover