'লেডিস মানি ব্যাগ'-র আড়ালে মাদক পাচার! উদ্ধার প্রায় সাড়ে পাঁচ কেজি চরস

Last Updated:

এধরণের মহিলাদের মানি ব্যাগে সাধারণত কেউ সার্চ করেন না | আর এরই সুযোগ নিয়ে পাচারকারীরা রমরমিয়ে পাচার করছিল চরস|

#কলকাতা: অভিনব কায়দাতে চরস পাচার! রং-বেরঙের লেডিস মানি  ব্যাগের আড়ালে চরস পাচার! শেষ  পর্যন্ত  পুরুষের কাছে লেডিস  পার্স ব্যাগের সূত্রই ধরিয়ে দিল অভিযুক্তদের, গোয়েন্দাদের হাতে| নারকোটিকস  কন্ট্রোল ব্যুরো সূত্রের খবর, বিপুল পরিমাণ চরস সহ দুই অভিযুক্তকে কলকাতা  থেকে গ্রেফতার করা হয়  | নারকোটিকস  কন্ট্রোল ব্যুরো  হাতে ধৃত  অভিযুক্তদের  থেকে উদ্ধার প্রায় সাড়ে পাঁচ কেজি চরস | ধৃতদের নাম, রাধেশ্যাম  চাওপাল ও লক্ষ্মণ  কুমার | ধৃত  দুই বিহারের মধুবনীর বাসিন্দা  | ধৃতরা চরস সরবরাহ করত  বলে জানিয়েছেন গোয়েন্দারা |
এনসিবি  গোয়েন্দা  সূত্রের খবর, কারুকার্য  করা লেডিস মানি ব্যাগের আড়ালে ওই বিপুল পরিমাণ চরস আনা হচ্ছিল |  যা দেখে খালি চোখে সন্দেহের উপায় নেই | কারণ এধরণের মহিলাদের মানি ব্যাগে সাধারণত  কেউ সার্চ করেন না |  আর এরই  সুযোগ নিয়ে পাচারকারীরা রমরমিয়ে পাচার করছিল চরস| ওই রং বেরঙের লেডিস ব্যাগের আড়ালেই প্যাকেটের  মধ্যে লুকিয়ে আনছিল চরস | তবে সন্দেহ হয় এনসিবি গোয়েন্দাদের | সূত্র মারফত  খবর পেয়ে গোয়েন্দারা নজর  রেখেছিলেন | দুজন পুরুষের  কাছে লেডিস পার্স  কেন? এটাই সন্দহ জাগায় গোয়েন্দাদের মনে। কি রয়েছে তার মধ্যে? সুযোগ বুঝে ওই লেডিস পার্স  সার্চ করেন গোয়েন্দারা  | গোয়েন্দাদের  দাবি, লেডিস পার্সের  উপরের কারুকার্য  করা ব্যাগের চামড়ার নিচে লুকান ছিল চরস | সেখান থেকে লক্ষাধিক টাকার চরস উদ্ধার হয় |
advertisement
এছাড়াও প্রায় ৩৮ কেজি চরস সহ গ্রেফতার অপর এক অভিযুক্ত  | ধৃতের  নাম সন্তোষ কুমার ঝা | বিহারের দাঁড়ভাঙার বাসিন্দা সন্তোষের সঙ্গে এদের কোনও যোগ আছে কিনা খতিয়ে দেখছে নারকোটিকস  কন্ট্রোল  ব্যুরো |গোয়েন্দাদের দাবি, এর আগেও বহু ক্ষেত্রে চরস উদ্ধার হয়েছে | তাবলে পুরুষের  কাছে মহিলাদের  লেডিস  পার্স ! ওই লেডিস পার্সই  শেষ পর্যন্ত বিপুল পরিমাণ চরস উদ্ধারে  এক ধাপ এগিয়ে দিল গোয়েন্দাদের | তবে এই চক্রে আর কারা জড়িত  তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা| ওই চরস কাকে দেওয়ার কথা ছিল? কীভাবে চলতো এই পাচার?  বিহার - কলকাতাতে  আন্তঃরাজ্য  চরস পাচার যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখছেন গোয়েন্দারা  |
advertisement
advertisement
ARPITA  HAZRA
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'লেডিস মানি ব্যাগ'-র আড়ালে মাদক পাচার! উদ্ধার প্রায় সাড়ে পাঁচ কেজি চরস
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement