#কলকাতা: অভিনব কায়দাতে চরস পাচার! রং-বেরঙের লেডিস মানি ব্যাগের আড়ালে চরস পাচার! শেষ পর্যন্ত পুরুষের কাছে লেডিস পার্স ব্যাগের সূত্রই ধরিয়ে দিল অভিযুক্তদের, গোয়েন্দাদের হাতে| নারকোটিকস কন্ট্রোল ব্যুরো সূত্রের খবর, বিপুল পরিমাণ চরস সহ দুই অভিযুক্তকে কলকাতা থেকে গ্রেফতার করা হয় | নারকোটিকস কন্ট্রোল ব্যুরো হাতে ধৃত অভিযুক্তদের থেকে উদ্ধার প্রায় সাড়ে পাঁচ কেজি চরস | ধৃতদের নাম, রাধেশ্যাম চাওপাল ও লক্ষ্মণ কুমার | ধৃত দুই বিহারের মধুবনীর বাসিন্দা | ধৃতরা চরস সরবরাহ করত বলে জানিয়েছেন গোয়েন্দারা |
এনসিবি গোয়েন্দা সূত্রের খবর, কারুকার্য করা লেডিস মানি ব্যাগের আড়ালে ওই বিপুল পরিমাণ চরস আনা হচ্ছিল | যা দেখে খালি চোখে সন্দেহের উপায় নেই | কারণ এধরণের মহিলাদের মানি ব্যাগে সাধারণত কেউ সার্চ করেন না | আর এরই সুযোগ নিয়ে পাচারকারীরা রমরমিয়ে পাচার করছিল চরস| ওই রং বেরঙের লেডিস ব্যাগের আড়ালেই প্যাকেটের মধ্যে লুকিয়ে আনছিল চরস | তবে সন্দেহ হয় এনসিবি গোয়েন্দাদের | সূত্র মারফত খবর পেয়ে গোয়েন্দারা নজর রেখেছিলেন | দুজন পুরুষের কাছে লেডিস পার্স কেন? এটাই সন্দহ জাগায় গোয়েন্দাদের মনে। কি রয়েছে তার মধ্যে? সুযোগ বুঝে ওই লেডিস পার্স সার্চ করেন গোয়েন্দারা | গোয়েন্দাদের দাবি, লেডিস পার্সের উপরের কারুকার্য করা ব্যাগের চামড়ার নিচে লুকান ছিল চরস | সেখান থেকে লক্ষাধিক টাকার চরস উদ্ধার হয় |