Ratna Chatterjee on Sovan Chatterjee: 'তৃণমূল ভবনের মতো গোপাল ভবনের দরজাও খোলা!' দলে ফিরলেন শোভন, ঘরে ফেরার আশায় রত্না
- Published by:Debamoy Ghosh
 - news18 bangla
 - Reported by:BISWAJIT SAHA
 
Last Updated:
২০১৮ সালে তৃণমূল ছেড়েছিলেন শোভন চট্টোপাধ্যায়৷ দীর্ঘ টানাপোড়েনের পর আজ তিনি ফিরে এলেন তৃণমূলে৷
শোভন চট্টোপাধ্যায় দল ছাড়ায় তাঁকেই বেহালা পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী করেছিল দল৷ শোভনের তৃণমূলে প্রত্যাবর্তনের পর শাসক দলে তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে জল্পনা৷ শোভন তাঁর পুরনো কেন্দ্র ফিরে পাবেন কি না, তা নিয়েও কৌতূহল ছড়িয়েছে রাজনৈতিক মহলে৷
২০১৮ সালে তৃণমূল ছেড়েছিলেন শোভন চট্টোপাধ্যায়৷ দীর্ঘ টানাপোড়েনের পর আজ তিনি ফিরে এলেন তৃণমূলে৷ শোভনের সঙ্গে তৃণমূলে ফিরেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও৷ শোভনের তৃণমূলে প্রত্যাবর্তনের পরই মুখ খুললেন রত্না৷
শোভনের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে রত্না বলেন, ‘উনি দক্ষ প্রশাসক, আট বছর সময় নষ্ট হল৷’ এর পরই কিছুটা আক্ষেপের সুরেই রত্না বলেন, ‘আপনারাই বলুন আগে কেমন দেখতে ছিলেন। আর এখন কেমন হয়েছেন!’
advertisement
advertisement
যদিও শোভনকে ফেরানোর যে সিদ্ধান্ত তৃণমূল শীর্ষ নেতৃত্ব নিয়েছে, তা নিয়ে বিতর্কিত কোনও মন্তব্য এড়িয়েছেন রত্না৷ তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন প্রশাসনের। এখন দলে ফিরছেন। দলের রীতি নির্ধারণে আমি নেই। আমার কোন বক্তব্য নেই। দলের নেতৃত্ব যখন চেয়েছেন তখন স্বাগত।’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়েও কোনও মন্তব্য করতে চাননি রত্না৷
আইনি ভাবে এখনও স্বামী-স্ত্রীই রয়েছেন শোভন রত্না৷ শোভনের বিবাহবিচ্ছেদের আবেদন খারিজ করে দিয়েছে আদালত৷ আবার রত্না চট্টোপাধ্যায় একসঙ্গে থাকার যে আবেদন করেছিলেন, তাতেও সাড়া দেয়নি আদালত৷ এই পরিস্থিতিতে আজও ফের একবার শোভনকে বেহালার বাড়িতে ফেরার আর্জি জানিয়েছেন রত্না৷ তিনি বলেন, ‘তৃণমূল ভবনের মতো গোপাল ভবনের দরজা ও ২৪ ঘণ্টা শোভন চট্টোপাধ্যায়ের জন্য খোলা।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Location :
Kolkata,West Bengal
First Published :
November 03, 2025 3:47 PM IST

