গরিব মানুষের জন্য বরাদ্দ রেশনের আটা, চাল, গম দেদার বিক্রি হচ্ছে খোলা বাজারে !

Last Updated:

বারবার অভিযোগ ওঠে। খাদ্যমন্ত্রী নিজেও বারবার অভিযান চালান। কিন্তু তাতেও কমছে না রেশন দূর্নীতি। গরিব মানুষের জন্য বরাদ্দ আটা, চাল, গম দেদার বিক্রি হচ্ছে বাজারে।

#কলকাতা: বারবার অভিযোগ ওঠে। খাদ্যমন্ত্রী নিজেও বারবার অভিযান চালান। কিন্তু তাতেও কমছে না রেশন দূর্নীতি। গরিব মানুষের জন্য বরাদ্দ আটা, চাল, গম দেদার বিক্রি হচ্ছে বাজারে। রেশন দোকান থেকে কালোবাজারে পৌঁছচ্ছে বস্তা বস্তা পণ্য। রিষড়ার প্রভাসনগরে ফাঁস হল চক্র। নিউজ18 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট।
শুধু এখানে নয়, অন্য জায়গাতেও আরও আটা, চাল, ডাল ছড়ানো। নিউজ18 বাংলাকে দেখে ততক্ষণে অভিযুক্ত মনোজ সাউ বুঝে গিয়েছেন বিপাকে পড়েছেন। শুরু হল অন্য খেলা
advertisement
কী কী টাকা দেবেন?
দুর্নীতি ঢাকতে সামনে রাখা গম ভাঙানোর মেশিন। যেখানে গম ভাঙানো হয়, সেখানে দেখা যাচ্ছে আটা। চোখে ধুলো দিতে প্ল্যানটা খারাপ নয়।
advertisement
রিষড়ার প্রভাসনগরে রেশন দূর্নীতির এই ঘটনা প্রকাশ্যে আসতেই ভিড় বাড়তে থাকে।
কিন্তু রেশনে গরিব মানুষের জন্য বরাদ্দ এত আটা ঘুরপথে মনোজের দোকানে এল কী করে? কিছুতেই তা ভাঙলেন না অভিযুক্ত।
অবশেষে খবর দেওয়া হল পুলিশকে। তল্লাশিতে বেরোল আরও গো-ডাউনের কথা জানা যায়।
advertisement
মনোজকে ধরে নিয়ে যায় পুলিশ। রেশনে গরিব মানুষের জন্য বরাদ্দ আটা, চাল কালোবাজারে বিক্রির খবর নিউজ18 বাংলা তুলে ধরেছে। এবার খুঁজে বের করা দরকার দূর্নীতিগ্রস্ত রেশন ডিলারদের। পুলিশ ও খাদ্য দফতরকেই তা দেখতে হবে। যে দিকে নজর থাকবে আমাদেরও।
বাংলা খবর/ খবর/কলকাতা/
গরিব মানুষের জন্য বরাদ্দ রেশনের আটা, চাল, গম দেদার বিক্রি হচ্ছে খোলা বাজারে !
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement