Ration Distribution Case: রেশন দুর্নীতির তদন্তে বিরাট মোড়! ব্যবসায়ীর বাড়িতে হানা ইডির, ৯০টি কোম্পানির হদিস

Last Updated:

Ration Distribution Case: রেশন দুর্নীতি মামলায় এবার অভিযান বাঙুর অ্যাভিনিউর এক ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। মহেন্দ্র আগরওয়াল নামে ব্যবসায়ীর বাড়িতে হানা।

বিরাট হানা ইডির
বিরাট হানা ইডির
কলকাতা: রেশন দুর্নীতি মামলায় নয়া মোড়। বুধবার সকালে রেশন দুর্নীতি মামলায় তদন্তে ইডির ফের তৎপরতা নজরে আসে। রেশন দুর্নীতি মামলায় এবার অভিযান বাঙুর অ্যাভিনিউর এক ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। মহেন্দ্র আগরওয়াল নামে ব্যবসায়ীর বাড়িতে হানা ইডির।
ইডি সূত্রে দাবি, রেশন দুর্নীতির টাকা ঘুরপথে ওই ব্যবসায়ীর একাধিক সংস্থায় লগ্নি হয়েছে। এখনও পর্যন্ত মহেন্দ্রর প্রায় ৯০টির বেশি কোম্পানির হদিস পাওয়া গিয়েছে।
advertisement
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও এই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় ইডি। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন ওই ব্যবসায়ী। ইডির দাবি একাধিক দুর্নীতির টাকা ওই ব্যবসায়ীর মাধ্যমে সাদা করা হয়েছে।
advertisement
বুধবার মোট ১৪ জায়গায় হানা দিয়েছে ইডি। যার মধ্যে রয়েছে রানাঘাট, গাঁইঘাটা, উলুবেড়িয়ার কিছু জায়গায় রেশন ডিস্ট্রিবিউটর ও ডিলারের বাড়িতে অভিযান চালানো হয়েছে। এই মামলা থেকে নতুন কোনও তথ্য পাওয়া যায় কি না সেটাই দেখার। প্রসঙ্গত রেশন দুর্নীতি মামলায় এর আগে গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। সেই সঙ্গে আরও গ্রেফতার করা হয় শেখ শাহজাহান-সহ একাধিক তৃণমূল নেতাকে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ration Distribution Case: রেশন দুর্নীতির তদন্তে বিরাট মোড়! ব্যবসায়ীর বাড়িতে হানা ইডির, ৯০টি কোম্পানির হদিস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement