Abhijit Ganguly and Kalyan Banerjee clash: অভিজিতের সঙ্গে কল্যাণের তুলকালাম! জেপিসি-র বৈঠকে ভাঙল কাচের বোতল, রক্তাক্ত তৃণমূল সাংসদ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
Kalyan Banerjee vs Abhijit Ganguly: ওয়াকফ নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে তুলকালাম। বৈঠক চলাকালীন অশান্তিতে জড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বোতল ভেঙে হাতে চোট পেলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: ওয়াকফ নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে তুলকালাম। বৈঠক চলাকালীন অশান্তিতে জড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বোতল ভেঙে হাতে চোট পেলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, ওয়াকফ বোর্ডের বৈঠকে বাদানুবাদে জড়িয়ে পড়েন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর মধ্যেই বোতল ভেঙে হাতে চোট পান কল্যাণ। আহত তৃণমূল সাংসদের হাতে ৪টে সেলাই পড়েছে বলে খবর। প্রাথমিক চিকিৎসার পরে নর্থ এভিনিউয়ের বাড়িতে ফিরলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
আগে কলকাতা হাই কোর্টে একাধিক বার দুজনের সংঘাত দেখা গিয়েছে। তখন কল্যাণ উকিল, অভিজিৎ বিচারপতি। এখন দুজনেই সাংসদ। নিজের বাড়ি ফিরে তৃণমূল সাংসদ জানান, জেপিসির অভ্যন্তরীন বিষয় নিয়ে বাইরে মন্তব্য করা যাবে না। বৈঠকে কী হয়েছে সেই নিয়ে কিছু মন্তব্য করতে চাননি তৃণমূল সাংসদ। সংসদ সূত্রে খবর, পরবর্তী একটি বৈঠকের জন্য কল্যান বন্দ্যোপাধ্যায়কে ওয়াকফ বোর্ড নিয়ে যৌথ সংসদীয় কমিটি থেকে সাসপেন্ড করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 22, 2024 5:07 PM IST

