Ranu Mondal | Manike Mage Hithe: রানু মণ্ডলের গলায় মানিকে মাগে হিথে শুনে এদের কান দিয়ে রক্ত ঝরছে!

Last Updated:

একদিকে ভাইরাল গান 'মানিকে মাগে হিথে' (Manike Mage Hithe) নিয়ে তুমুল শোরগোল নেটপাড়ায়। তার উপর সেই গান গেয়ে ফের একবার খবরের শিরোনামে রানু মণ্ডল (Ranu Mondal | Manike Mage Hithe)।

রানু মণ্ডলের মানিকে মাগে হিথে গানের ভিডিওর দৃশ্য।
রানু মণ্ডলের মানিকে মাগে হিথে গানের ভিডিওর দৃশ্য।
#কলকাতা: একদিকে ভাইরাল গান 'মানিকে মাগে হিথে' (Manike Mage Hithe) নিয়ে তুমুল শোরগোল নেটপাড়ায়। তার উপর সেই গান গেয়ে ফের একবার খবরের শিরোনামে রানু মণ্ডল (Ranu Mondal | Manike Mage Hithe)। এবং রানুর (Ranu Mondal) গাওয়া 'মানিকে মাগে হিথে' ভার্সানও নজর কেড়েছে নেটপাড়ার বাসিন্দাদের (Ranu Mondal | Manike Mage Hithe)। শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি ডি সিলভার গাওয়া 'মানিকে মাগে হিথে' এমন কোনও মানুষ নেই, যিিন শোনেননি। তারই সঙ্গে সম্প্রতি রানুর মণ্ডলের গাওয়া ভার্সানটিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে রানুর গান শুনে সেটিকে তুমুল সমালোচনা করেছেন নেটিজেনরা।
রানাঘাট রেলওয়ে স্টেশনে বসে 'এক পেয়ার কা নগমা হ্যায়' গান গেয়ে মুহূর্তে ইন্টারনেটে ঝড় তুলেছিলেন রানু মণ্ডল। বিভিন্ন রিয়ালিটি শো-এর পর্দায় তাঁকে অতিথি হিসেবে ডাকা থেকে বলিউডের জনপ্রিয় কম্পোজার হিমেশ রেশমিয়াও কাজ করিয়েছেন তাঁকে দিয়ে। রানুর গান নিমেষে নজর কেড়েছে বহু মানুষের। তবে রানুকে নিয়ে কটাক্ষ ও সমালোচনা কোনওদিনই বন্ধ হয়নি। যেমন বন্ধ হল না এবারেও। ইয়োহানির গাওয়া 'মানিকে মাগে হিথে' রানুর কণ্ঠে শুনে, নেটিজেনজের বক্তব্য, 'কান দিয়ে রক্ত ঝরছে'।
advertisement
advertisement
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয়েছে। সেখানে দেখা গিয়েছে লাল টি-শার্ট পরে 'মানিকে মাগে হিথে' গাইছেন রানু (Ranu Mondal)। তাঁকে সব সময় ছেঁড়া নাইটি আর গামছা পরে থাকতেই দেখা যায়। কিন্তু এই ভিডিওতে লাল টি-শার্ট পরেছেন তিনি। এবং নিজের ছন্দে গেয়ে চলেছেন, "মানিকে মাগে হিথে"। তিনি এখন রানাঘাটে নিজের ভাঙা বাড়িতেই থাকেন। তাঁর ঘরে একটা ছোট্ট আলো জ্বলে। এখন আর খোঁজ নেন না কেউই। বলিউড থেকে পাওয়া টাকা পয়সা সব শেষ। আবার সেই পথের ভিখারি রানু মণ্ডল। তাঁকে নিয়ে তৈরি হওয়া হই-চইতে ভাঁটা পড়েছে বইকি। তবে তার মধ্যেও সুখবর হল রানুকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা।
advertisement
রানুর গানে ট্রোল। রানুর গানে ট্রোল।
রানুর গানে ট্রোল। রানুর গানে ট্রোল।
আরও পড়ুন: 'মানিকে মাগে হিথে' গায়িকা ইয়োহানি ভারতে আসছেন, কবে কোথায় তাঁর অনুষ্ঠান? জানুন
ইয়োহানির গান নিয়ে ইন্টারনেটে যে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে, রাণুর গান নিয়ে অবশ্য একেবারেই উল্টো জিনিস দেখা গিয়েছে। তবে রাণু গানটি কোথাও ভুল গাননি। বরং ভিডিওটি এডিট করে তবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ranu Mondal | Manike Mage Hithe: রানু মণ্ডলের গলায় মানিকে মাগে হিথে শুনে এদের কান দিয়ে রক্ত ঝরছে!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement