রামনবমীর মিছিল ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে, অশান্তি তৈরি করলে গ্রেফতারের হুঁশিয়ারি
Last Updated:
য়রে পঞ্চায়েত ভোট ৷ রাজ্যে নিজেদের ক্ষমতা ধরে রাখতে তৎপর দুই যুযুধান শিবির তৃণমূল এবং বিজেপি ৷ তাই সমস্ত রীতিনীতিকে তুড়ি মেরে রামনবমী পালনে রাজ্যজুড়ে পথে নামল তৃণমূল কর্মীরা ৷
#কলকাতা: শিয়রে পঞ্চায়েত ভোট ৷ রাজ্যে নিজেদের ক্ষমতা ধরে রাখতে তৎপর দুই যুযুধান শিবির তৃণমূল এবং বিজেপি ৷ তাই সমস্ত রীতিনীতিকে তুড়ি মেরে রামনবমী পালনে রাজ্যজুড়ে পথে নামল তৃণমূল কর্মীরা ৷ শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ রামনবমীর মিছিল ঘিরে প্রস্তুতি তুঙ্গে ৷ অশান্তি ঠেকাতে কড়া পুলিশি নিরাপত্তা শহরসহ রাজ্যের সর্বত্র ৷ যাতে কোনওরকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই কারণে তৎপর পুলিশ প্রশাসন ৷
পুলিশ সূত্রে খবর, শহরের বিভিন্ন জায়গা থেকে প্রায় ৬০টি মিছিল রাস্তায় বেরোবে ৷ এই সমস্ত মিছিলের উপরই থাকবে পুলিশের কড়া নজরদারি ৷ সাদা পোশাকে ভিড়ের মধ্যেই মিশে থাকবেন পুলিশ কর্মীরা ৷ মিছিলে যদি কেউ অশান্তি ছড়ানোর চেষ্টা করেন কিংবা অস্ত্র হাতে মিছিলে হাঁটেন তাহলে তাকে গ্রেফতার করারও হুঁশিয়ারি দিয়েছে লালবাজার ৷ মিছিলের জন্য অতিরিক্ত ২ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ তবে, এক্ষেত্রে ব্যতিক্রমও রয়েছে ৷ চিরাচরিত রীতি মেনে যদি অস্ত্র হাতে যদি কেউ মিছিলে হাঁটেন তাহলে তাকে আটক করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে লালবাজার ৷
advertisement
উল্লেখ্য রামনবমী পালন কিন্তু রাজ্যবাসী খুব একটা টের পেতেন না ৷ কিন্তু গত বছরই অস্ত্র মিছিলের জেরেই রামনবমীকে ঘিরে বাংলার ছবিটা বদলে গিয়েছে ৷ শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন অস্ত্র ছাড়া মিছিল বের করার ৷ অপরদিকে, দিলীপ ঘোষ সরাসরি অস্ত্র মিছিলের ডাক দিয়েছেন ৷ কিন্তু এতে সম্প্রীতি নষ্ট হবে এবং অশান্তি হওয়ারও সম্ভাবনা রয়েছে ৷
advertisement
advertisement
উল্লেখ্য, একদিকে যখন অস্ত্র হাতে মিছিল নিয়ে অশান্তির আশঙ্কা তৈরি হচ্ছে, তখন মেদিনীপুরের কেরানিচটিতে জুলুমবাজির অভিযোগ উঠেছে বজরং কমিটি নামে একটি সংগঠনের বিরুদ্ধে। অভিযোগ, চাঁদা দিতে অস্বীকার করায় বাসের কনডাক্টরকে তারা মারধর করে। বীরভূমের রামপুরহাটে আবার রামনবমী উপলক্ষ্যে দেখা গিয়েছে উন্মাদনার আরেক ছবি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 25, 2018 9:04 AM IST