জোরদার রামনবমী পালন চলছে রাজ্যে, কলকাতা সহ জেলায় অস্ত্র হাতে মিছিল
Last Updated:
বুধবার সকাল হতেই শহর জেলার রাস্তাঘাট জুড়ে শুধুই গেরুয়া পতাকার মিছিল ৷
#কলকাতা: রামনবমী বরাবরই পালিত হয় এ রাজ্যে ৷ তবে এমন রামনবমী এই প্রথম দেখছে বাংলা ৷ উৎসব ঘিরে চলছে তৃণমূল ও বিজেপি-সঙ্ঘের টক্কর ৷ রাজনৈতিক লড়াইয়ের মাঝে রামনবমীর সকালে মহানগর সহ জেলায় জেলায় রাস্তা জুড়ে দেখা গেল অস্ত্র হাতে রামনবমীর মিছিল ৷ সে মিছিলে বড়দের সঙ্গে সামিল কচিকাঁচারাও ৷
রামনবমী উপলক্ষে রাজ্য জুড়ে গত কয়েকদিন ধরেই চলছিল সঙ্ঘের প্রস্তুতি ৷ বুধবার সকাল হতেই শহর জেলার রাস্তাঘাট জুড়ে শুধুই গেরুয়া পতাকার মিছিল ৷
কলকাতায় রামনবমী উপলক্ষে গড়িয়া মোড় থেকে বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে বের হয় একটি পদযাত্রা ৷ যা শেষ হয় বিজয়গড়ে ৷ মিছিলের অন্যরকম চিত্র দেখা গেল দুর্গাপুরে ৷ এখানকার কাদা রোড থেকে একটি ধর্মীয় সংগঠনের নেতৃত্বে মহিলা ও শিশুদের একটি মিছিল বের হয় ৷ মিছিলে অংশগ্রহণকারী বেশিরভাগজনের হাতে ছিল ভোজালি, তরোয়াল ৷ বাদ যায়নি শিশুরাও ৷ এছাড়া অস্ত্র হাতে মিছিল দেখা যায় বীরভূমের সিউড়িতেও ৷
advertisement
advertisement
এতদিন পর্যন্ত বাংলায় রামনবমী নিয়ে এত আলোচনা দেখা যায়নি ৷ কিন্তু এবার তৃণমূলের ঘর দখলে শক্তি বাড়াতে মরিয়া বিজেপি ৷ সূত্রের খবর, বিজেপি হাইকম্যান্ডের নির্দেশে বাংলার জেলায় জেলায় রামনবমী পালনে উদ্যোগ নিয়েছে রাজ্য গেরুয়া বাহিনী ৷
advertisement
গো-বলয়ে গেরুয়া বাহিনী জয়পতাকা ওড়ার পরই মোদি-অমিত শাহর নজর বাংলায় ৷ অসম, মণিপুরে ক্ষমতা দখলের পর পাখির চোখ এখন পশ্চিমবঙ্গ। এদিন রামনবমীর উদ্দেশ্যে আজ বিভিন্ন প্রান্তে মিছিল করছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ সদস্যরা।
পঞ্চায়েত থেকে শুরু করে আগামী লোকসভা নির্বাচন। তৃণমূল স্তরে সংগঠন না তৈরি করতে পারলে কাজের কাজ কিছু হবে না। কিন্তু এ রাজ্যে আপাতত রামনবমী উদযাপন দিয়েই ঘর দখলের কর্মসূচি শুরু করতে চাইছে বিজেপি বলে অন্দরের খবর ৷ পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ নয়। এরাজ্যে উত্তরপ্রদেশ মতো মেরুকরণে কতটা লাভ হবে সে ব্যাপারে সন্দিহান দলেরই অন্য একটি অংশ।
advertisement
অন্যদিকে, গেরুয়া বাহিনীকে রুখতে জেলা স্তরে থেকে স্থানীয় নেতা, বিধায়কদের এদিন এলাকায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন ৷ স্থানীয় মানুষদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে আরও বেশি জোর দেওয়ার পরামর্শ তৃণমূল সুপ্রিমোর ৷ যে কোনও অশান্তি এড়াতে নেতা-কর্মীদের বাড়তি সাবধানতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন নেত্রী ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 05, 2017 12:18 PM IST