উত্তরপ্রদেশের পর মিশন বাংলা, রাজ্য বিজেপিতে এখন তুমুল জল্পনা

Last Updated:

রাজ্যে সভা করার জন্য শীর্ষ নেতৃত্বের তরফে যে তালিকা পাঠানো হয়েছে, তাতে নাম নেই রূপা গঙ্গোপাধ্যায়ের

#কলকাতা: উত্তরপ্রদেশের পর মিশন বাংলা। সেই লক্ষ্যেই ৬ এপ্রিল থেকে দলে দলে রাজ্য কাঁপাতে আসবেন বিজেপির তাবড় নেতারা। ঘোষণা করেছিল বিজেপি শীর্ষনেতৃত্ব।  সেই কর্মসূচির ১ দিন আগেও নামজাদা নেতা-মন্ত্রীদের রাজ্য সফর নিয়ে অন্ধকারে রাজ্য বিজেপি।   রাজ্যে সভা করার জন্য শীর্ষ নেতৃত্বের তরফে যে তালিকা পাঠানো হয়েছে, তাতে নাম নেই রূপা গঙ্গোপাধ্যায়ের। এনিয়েও রাজ্য বিজেপিতে এখন তুমুল জল্পনা।
ঘটা করে বাংলায় সংগঠন মজবুত করার ব্লু-প্রিন্ট তৈরি হয়েছে। তারই অঙ্গ হিসাবে ৬ থেকে ১৪ এপ্রিল রাজ্যের বিভিন্ন প্রান্তে সফরের আসার কথা ৪০ জন বিজেপি শীর্ষনেতার।  রাজনাথ সিং, উমা ভারতী, রবিশংকর প্রসাদ - কে নেই তালিকায়। তাবড় নেতাদের এনে রাজ্য কাঁপিয়ে দেওয়ার দাবি করলেও এযাত্রায় সেই দাবি টিকবে কিনা সন্দেহ। পরিস্থিতি যা,তাতে ৬ এপ্রিল নমো নমো করেই কর্মসূচি সারতে হবে রাজ্য বিজেপিকে। কেন এই অনিশ্চয়তা
advertisement
৬ এপ্রিল রাজ্য সফরের জন্য কোনও  হেভিওয়েট নেতার নাম চূড়ান্ত হয়নি
advertisement
রাজনাথ, স্মৃতি ইরানি, উমা ভারতী, রবি শংকর প্রসাদদের আশা নিয়েও অনিশ্চয়তা
৪০ জনের মধ্যে আসার সম্মতি দিয়েছেন মাত্র ৭ জন
কর্মীসভার পাশাপাশি তাদের জনসভা করারও কথা
কর্মীসভা করলেও জনসভায় সময় দিতে পারবেন না অনেকে
advertisement
এখনও পর্যন্ত রাজ্যে আসতে যে নেতাদের সম্মতি মিলেছে, তা়ঁদের হেভিওয়েটের দলে ফেলা চলে না।  ক্যারিশমার নিরিখেও এরা অনেক পিছিয়ে।
মহেশ শর্মা, কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী
এমজে আকবর, কেন্দ্রীয় বিদেশপ্রতিমন্ত্রী
জয়ন্ত সিনহা, অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী
বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয় ভারীশিল্প প্রতিমন্ত্রী  
advertisement
আর্জুন রাম মেঘওয়াল, কেন্দ্রীয় অর্থপ্রতিমন্ত্রী
সত্যনারায়ণ জাটিয়া, বিজেপি নেতা
রাজ্যের সাংসদ হিসাবে তালিকায় বাবুলের নাম থাকলেও নেই রূপা গঙ্গোপাধ্যায়। শিশু পাচার কাণ্ডের জেরেই যে আপাতত রূপাকে সামনে আনা হচ্ছে না, তাও স্পষ্ট।
বাংলা খবর/ খবর/কলকাতা/
উত্তরপ্রদেশের পর মিশন বাংলা, রাজ্য বিজেপিতে এখন তুমুল জল্পনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement