#কলকাতা: চলে গেলেন কিংবদন্তি সাহিত্যিক রমাপদ চৌধুরী। রেখে গেলেন অসামান্য সব বাংলা ছোটগল্প ও উপন্যাস। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই সাহিত্যিক।
১৯২২ সালের ২৮ ডিসেম্বরে মেদিনীপুরের খড়্গপুরে তিনি জন্মগ্রহণ করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাশ করেন তিনি। যুক্ত ছিলেন কলকাতার এক নামী সংবাদর পত্রিকার সঙ্গে {
‘বাড়ি বদলে যায়’ উপন্যাসের জন্য ১৯৮৮ সালে তিনি সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে ভূষিত হন। অ্যাকাডেমি পুরস্কার ছাড়াও তিনি রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পুরস্কার পেয়েছেন। তিনি রীতিমতো ঘোষণা করে লেখা থামিয়ে দিয়েছিলেন বেশ কয়েক বছর আগেই। যা প্রায় বিরল ঘটনা ৷ তাঁর প্রয়াণে বাংলার সাহিত্য জগতে শোকের ছায়া ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ramapada Chowdhury, Writer