Rajya Sabha Election: ২৭ ফেব্রুয়ারি বাংলার ৫ আসনে ভোট! দেশজুড়ে ৫৬ আসনে রাজ্যসভা নির্বাচন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Rajya Sabha Election: সোমবার ৫৬টি রাজ্যসভা আসনের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন।
কলকাতা: দেশের একাধিক আসনে রাজ্যসভা ভোটের ঘোষণা। ১৫ রাজ্যে ৫৬ আসনে রাজ্যসভা নির্বাচন। বাংলার পাঁচ আসনে হবে ভোট। আগামী ২৭ ফ্রেব্রুয়ারি হবে এই ভোটগ্রহণ। লোকসভা ভোট দরজায় কড়া নাড়ছে। তার আগেই দেশের ১৫টি রাজ্যের মোট ৫৬টি রাজ্যসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।
সোমবার ৫৬টি রাজ্যসভা আসনের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। এই তালিকায় রয়েছে বাংলার পাঁচটি আসনও। জানা গিয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি এই ৫৬টি আসনের ভোটগ্রহণ হবে। জানা গিয়েছে, এর মধ্যে ১৩টি রাজ্যের ৫০টি আসনের সদস্যদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। আর দুই রাজ্যের ৬টি আসনের সদস্যদের মেয়াদ শেষ হবে ৩ এপ্রিল।
advertisement
advertisement
নির্ধারিত দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে ভোটগ্রহণ। আগামী ৮ ফেব্রুয়ারি রাজ্যসভার এই ৫৬ ফাঁকা আসনের ভোটগ্রহণের নোটিফিকেশন জারি করবে নির্বাচন কমিশন। মনোনয়ন জমা করা যাবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। মনোনয়ন যাচাই করা হবে ১৬ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ২৯ ফেব্রুয়ারি। এরপর ভোট গ্রহণ হবে আগামী ২৭ ফ্রেব্রুয়ারি।
advertisement
আরও পড়ুন: মাত্র ১২ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা ইনকাম! করবেন নাকি এই ব্যবসা?
২৭ ফেব্রুয়ারি বিকেল ৫টাতেই ঘোষণা করা হবে রাজ্যসভার এই ফাঁকা আসনে ভোটগ্রহণের ফলাফল। ১৩টি জেলায় ৫০টি রাজ্যসভা আসনের সাংসদদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। পাশাপাশি ওড়িশা এবং রাজস্থানের ছয় রাজ্যসভা সাংসদ অবসর গ্রহণ করছেন আগামী ৩ এপ্রিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 29, 2024 5:38 PM IST