'নেত্রী আমার কাছে মায়ের মতো', মমতার ছবি হাতে বিধানসভা থেকে বেরিয়ে বললেন রাজীব বন্দ্য়োপাধ্য়ায়
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
#কলকাতা: তৃণমূল সঙ্গে বিচ্ছেদ সময়ের অপেক্ষা৷ কিন্তু এখনও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে মাতৃসম৷ মমতার ছবি হাতে নিয়ে বিধানসভা থেকে বেরিয়ে এমনই মন্তব্য করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ এ দিনই বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন রাজীব৷
গত ২১ জানুয়ারি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ এ দিন বিধানসভায় গিয়ে অধ্যক্ষের কাছে নিয়ম মেনে পদত্যাগপত্র জমা দেন তিনি৷ কিছুক্ষণ পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে নিয়ে বিধানসভা থেকে বেরিয়ে আসেন প্রাক্তন বনমন্ত্রী৷ বিধানসভায় তাঁর নিজের ঘরে থেকে তৃণমূলনেত্রীর ছবিটিই এ দিন নিজের সঙ্গে নিয়ে যান রাজীব৷
সূত্রের খবর, আগামী রবিবারই হাওড়ায় অমিত শাহের সভায় বিজেপি-তে যোগদান করবেন তিনি৷ তৃণমূলের সঙ্গে বিচ্ছেদ সময়ের অপেক্ষা হলেও কেন দলনেত্রীর ছবি হাতে নিয়ে বেরোলেন? এই প্রশ্নের উত্তরে রাজীব বলেন, 'আমি আগেও বলেছি, আমার দলনেত্রীর কাছে আমি চিরকৃতজ্ঞ৷ আজকেও মাননীয়া নেত্রী আমার কাছে মায়ের মতো৷ তিনি আমায় সুযোগ করে দিয়েছেন, তাঁর ছবি আমার মাথার পিছনে থাকত৷ এখনও তাঁর ছবি আমার সাথেই থাকবে৷' এ দিনও নেত্রীর কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন রাজীব৷
advertisement
advertisement
মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পরেও রাজভবনের বাইরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন রাজীব৷ তবে সেদিন অভিমানের সুরেই মমতার বিরুদ্ধে অসৌজন্যের অভিযোগও এনেছিলেন তিনি৷ অভিযোগ করেছিলেন, তাঁকে না জানিয়েই সেচমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷
এ দিন অবশ্য রাজীব স্পষ্ট করে দিয়েছেন, নতুন রাজনৈতিক দলেই যোগ দিতে চলেছেন তিনি৷ আগামী নির্বাচনে যে তিনি ডোমজুড় থেকেই লড়বেন, ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছেন রাজীব৷ এ দিন তিনি বলেন, নির্দল হয়ে মানুষের জন্য কাজ করা সম্ভব নয়৷ রাজীবের কথায়, ' মানুষের জন্য কাজ করতে গেলে রাজনৈতিক ছত্রছায়াতেই থাকতে হয়৷ নির্দল হয়ে সংসদীয় গণতন্ত্রে মানুষের স্বার্থে কাজ করা যায় না৷' রাজীব জানিয়েছেন, আগামিকাল শনিবার নিজের নতুন সিদ্ধান্তের কথা জানাবেন তিনি৷ সম্ভবত সামাজিক মাধ্যমেই সেকথা ঘোষণা করবেন রাজীব৷
advertisement
Abir Ghosal
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jan 29, 2021 2:13 PM IST






