হোম /খবর /কলকাতা /
সারদার চার্জশিটে ছিল না, মর্জি মাফিক তদন্ত করছে সিবিআই, দাবি রাজীব কুমারের আইনজী

সারদার চার্জশিটে নাম ছিল না, মর্জি মাফিক তদন্ত করছে সিবিআই, দাবি রাজীব কুমারের আইনজীবীর

photo: Rajeev Kumar

photo: Rajeev Kumar

চিঠিতে থাকা প্রভাবশালী সব ব্যক্তিকে এখনো জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: "রাজীব কুমার কোনদিনই সিট-এর চেয়ারম্যান ছিলেন না, রাজ্য পুলিশের ডিজির তত্ত্বাবধানে পুরো তদন্ত প্রক্রিয়া এগিয়েছে", হাইকোর্টের সমনে জানালেন রাজীব কুমারের আইনজীবী মিলন মুখোপাধ্যায়৷

    রাজীব কুমারের বিরুদ্ধে মামলা করেছিল সিবিআই৷ বৃহস্পতিবার তার আইনজীবী হাইকোর্টের সামনে জানান, এফআইআর বা সারদার কোন চার্জশিটে রাজীব কুমারের নাম আসেনি৷ সুদীপ্ত সেন সিবিআইকে চিঠি দিয়ে জানায় কোন কোন প্রভাবশালী ব্যক্তির কারণে সারদার গদি  উল্টেছে। চিঠিতে থাকা প্রভাবশালী সব ব্যক্তিকে এখনো জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই। মর্জি মাফিক তদন্ত করছে সিবিআই।

    ১৫ জুলাই হাইকোর্টে কলকাতার রাজীব কুমারের গ্রেফতারি মামলার শুনানি ছিল। চিটফান্ড কেলেঙ্কারি মামলায় তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগ তুলে সিবিআই যে নোটিস দিয়েছে, সেই বিষয়ে গ্রেফতারি এড়াতেই হাইকোর্টে তা খারিজের আবেদন করেন রাজীব।

    First published:

    Tags: CBI, Rajeev Kumar, Sarada