Rajeeb Banerjee: 'সমালোচনা তো অনেক হলো'! এবার বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Rajeeb Banerjee:স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে রাজীব কি আসলে আত্মসমালোচনার পক্ষে, তিনিও কি সোনালি গুহদের মতো ফের তৃণমূল নেত্রীর স্নেহচ্ছায়ায় ফিরে যেতে চান!
#কলকাতা: এবার বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর গলায় যেন মুকুল পুত্র শুভ্রাংশুর বক্তব্যেরই প্রতিধ্বনি। হেস্টিংসে যখন দলের শীর্ষনেতারা বৈঠক করছে, ঠিক তখনই জনগণের মন জয় করে ক্ষমতায় আশা সরকারের সমালোচনার বিরোধিতা করে ফেসবুক পোস্ট করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর এখন রাজনৈতিক মহলে শোরগোল তাঁর এই পোস্টকে ঘিরেই। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে রাজীব কি আসলে আত্মসমালোচনার পক্ষে, তিনিও কি সোনালি গুহদের মতো ফের তৃণমূল নেত্রীর স্নেহচ্ছায়ায় ফিরে যেতে চান!
রাজীব এদিন ফেসবুকে লিখেছেন, "সমালোচনা তো অনেক হলো। মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালো ভাবে নেবে না। আমাদের সকলের উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে কোভিড আর ইয়াস দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা।
advertisement
— Rajib Banerjee (@RajibBanerjeeWB) June 8, 2021
advertisement
স্পষ্টতই রাজীব দলের নীতি এবং অবস্থানের বিরোধিতা করছেন। দলের তরফে যখন ভ্যাকসিন বন্টন-সহ নানা অভিযোগ আনা হচ্ছে, বারংবার ভোট হিংসার কথা প্রচার করা হচ্ছে, কোনও রাখঢাক না রেখেই রাজীব এই বিপক্ষে দাঁড়াচ্ছেন। এমনকি মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতাকেও যে তিনি ভালো চোখে দেখছেন না, সেই বার্তাও খোলাখুলি দিচ্ছেন রাজীব।মনে রাখতে হবে আজ রাজীব যখন এই মন্তব্য করছেন, শুভেন্দু অধিকারী তখন দিল্লিতে। ভোট-হিংসা নিয়ে অভিযোগের ফিরিস্তি তিনি তুলে দিচ্ছেন মোদি শাহের হাতে। অর্থাৎ রাজীবের অবস্থান শুভেন্দুরও উল্টোমেরুতে। রাষ্ট্রপতির শাসন জারি করার যে ধুয়ো তুলছে তাঁর দল, রাজীব তারও নিন্দাই করছেন। দলীয় অবস্থান সমালোচনার জন্য রাজeব যে দিনটি বেছে নিয়েছেন তা উল্লেখযোগ্য কেননা আজ বিজেপি আইন-শৃঙ্খলা রক্ষার জন্য কমিটি তৈরি করেছে। যখনতখন দলবিরোধী মন্তব্যের বিরুদ্ধে পদক্ষেপ করতেই তৈরি এই কমিটি।
advertisement
করোনার দ্বিতীয় ধাক্কার পর আজই প্রথম বিজেপির বৈঠক ছিল হেস্টিংসের। সেই বৈঠকে রাজীব বন্দ্যোপাধ্যায়. মুকুল রায় আসেননি। অবশ্য রাজীব বেশ কয়েকদিন ধরেই দলের কোনও কর্মসূচিতেই অংশগ্রহণ করছেন না। তার উপর আবার এই পোস্ট. রাজীব কি তবে আত্মসমালোচনা করছেন, রাজীব কি প্রকারন্তরে তৃণমূলেই ফিরতে চাইছেন, প্রশ্নের জন্ম দিচ্ছে তাঁর পোস্টই।
বিধানসভা ভোটের আগে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে তৃণমূল নেত্রীর স্নেহস্পদ রাজীবও তৃণমূল ছেড়েছিলেন। কিন্তু পার্থক্য ছিল বাকিদের সঙ্গে, সরাসরি তিনি কু কথা বলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে। বরং বিধানসভা ছেড়েছিলেন মুখ্যমন্ত্রীর ছবি হাতে, চোখের জলে ভাসতে ভাসতে। নরম মনের রাজীব এ কথাও বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিরকাল শ্রদ্ধা করবেন। ভোট বিপর্যয়ের পর কি এখন তিনি আসলে নিজেকেই নিজের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, উত্তর আসবে হয়তো অচিরেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 08, 2021 6:07 PM IST