TMC: 'দলে চাকর আর বাবু বিভাজন, আমি চাকরের দলে', বিস্ফোরক তৃণমূল বিধায়ক তাপস! নিশানায় কে?

Last Updated:

TMC: নিজের সাংগঠনিক দক্ষতার কথা তুলে ধরতে তাপস চট্টোপাধ্যায় বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং অনুপ্রেরণায় একুশের বিধানসভা ভোটে ৫৬ হাজার

ক্ষুব্ধ তাপস চট্টোপাধ্যায়
ক্ষুব্ধ তাপস চট্টোপাধ্যায়
#কলকাতা: তাপস রায়ের পর এবার তাপস চট্টোপাধ্যায়। দলের বিরুদ্ধে ফের মুখ খুললেন আরও এক তৃণমূল বিধায়ক। বুধবার নিউটাউনে মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে বিস্ফোরক রাজারহাট নিউটনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। তিনি বলেন, ''আমি খুবই মর্মাহত, গতবারও আমাকে জানানো হয়নি।''
এখানেই শেষ নয়, তাপসের সংযোজন, ''দু'বছর ধরেই দলে আমার কোন স্ট্যাটাস নেই। একটা দলে চাকর আর বাবু, আর দলে আমার স্ট্যাটাসটা চাকরের কাজ। চাকরদের সম্মান জানিয়ে বলছি, আমি চিরকাল সমজীবী মানুষের লড়াই করেছি। যারা ২০২১ সালে সাম্প্রদায়িকতাকে সমর্থন করেছিলেন। দিদিকে বেগম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তারা নানান কারণে স্থান পেয়ে যান। স্থান পান না আমার মত লোকেরা।''
advertisement
advertisement
এরপর নিজের সাংগঠনিক দক্ষতার কথা তুলে ধরতে তাপস চট্টোপাধ্যায় বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং অনুপ্রেরণায় একুশের বিধানসভা ভোটে ৫৬ হাজার ভোটে জিতেছি। নিউটাউনের ইতিহাসে কেউ কখনও এত ভোটে জিততে পারেনি।''
advertisement
তাঁর বিধানসভা এলাকায় হয়ে গেল বিজয়া সম্মিলনী, অথচ তিনিই ডাক না পাওয়া প্রসঙ্গে আরও ক্ষোভ উগড়ে তাপসবাবু বলেন, ''আমি ৩৯ বছর ধরে জনপ্রতিনিধিত্ব করছি রাজারহাটে। ৪৬ বছরের আমার রাজনৈতিক জীবন। সেখানে দাঁড়িয়ে আমি সম্মানটাই চাই। কিন্তু আমার কোনও কথা বলার সুযোগ নেই। কীভাবে কথা বলতে হয় দলে, আমার জানা নেই। এবং সিপিএম থেকে আসার পর যদি আমার সততা নিয়ে কোনও প্রশ্ন থাকে, তাহলে আমার কিছু করার নেই।''
advertisement
--অনুপ চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: 'দলে চাকর আর বাবু বিভাজন, আমি চাকরের দলে', বিস্ফোরক তৃণমূল বিধায়ক তাপস! নিশানায় কে?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement