Raj Bhavan peace home: রাজভবনে খুলল পিস হোম, কাদের জন্য নিখরচায় থাকা খাওয়া? হোটেল বলে কটাক্ষ কুণালের

Last Updated:

সন্দেশখালিতে অশান্তির খবর পেয়ে দিল্লি থেকে ফিরে আসেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ সন্দেশখালি গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি৷ স

রাজ ভবনে পিস হোমের জন্য প্রস্তুত তিনটি ঘর৷
রাজ ভবনে পিস হোমের জন্য প্রস্তুত তিনটি ঘর৷
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক হিংসার অভিযোগ জানানোর জন্য রাজ ভবনে খোলা হয়েছিল পিস রুম৷ এবার সন্দেশখালি কাণ্ডের জেরে রাজ ভবনে পিস হোম খোলার সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল৷ সন্দেশখালির কোনও বাসিন্দা যদি দুষ্কৃতী হামলার ভয়ে রাজ ভবনে এসে আশ্রয় নিতে চান, তাহলে রাজ ভবনেই থাকতে পারবেন তাঁরা৷ এর জন্য রাজ ভবনে তিনটি বিশেষ ঘরও প্রস্তুত রাখা হয়েছে৷
গত প্রায় দু সপ্তাহ ধরে গোটা রাজ্যের নজরে রয়েছে সন্দেশখালি৷ এলাকার দুই তৃণমূল নেতা উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়ে সন্দেশখালিতে৷ পাল্টা গ্রামবাসীদের আক্রমণের অভিযোগ ওঠে তৃণমূল কর্মী,সমর্থকদের বিরুদ্ধে৷ এর পর থেকেই উত্তপ্ত রয়েছে সন্দেশখালির পরিস্থিতি৷ গ্রামবাসীদের আস্থা ফেরাতে পুলিশ, প্রশাসন তৎপর হলেও এখনও দুষ্কৃতী হামলার ভয়ে কাঁটা হয়ে রয়েছেন এলাকার অনেক বাসিন্দা৷
advertisement
advertisement
রাজ ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেশখালির এরকমই কোনও আতঙ্কিত বাসিন্দা যদি রাজ ভবনে এসে আশ্রয় নিতে চান, তাহলে তাঁরা এই পিস হোমে থাকতে পারবেন৷ আপাতত রাজ ভবনের এক তলায় তিনটি ঘর সন্দেশখালির বাসিন্দাদের জন্য তৈরি রাখা হয়েছে৷ এই ঘরগুলিতে নিখরচায় থাকার পাশাপাশি বিনামূল্যে খাবারও পাবেন সন্দেশখালির বাসিন্দারা৷ আপাতত তিনটি ঘর তৈরি রাখা হলেও চাহিদা বাড়লে আরও ঘর সন্দেশখালির বাসিন্দাদের জন্য খুলে দেওয়া হবে বলে রাজ ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে৷
advertisement
যদিও রাজ্যপালের এই উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷ পিস হোম নিয়ে প্রশ্ন করা হলে কুণাল বলেন, হোটেল রাজ ভবন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস৷
সন্দেশখালিতে অশান্তির খবর পেয়ে দিল্লি থেকে ফিরে আসেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ সন্দেশখালি গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি৷ সন্দেশখালি সফরের পর ফের দিল্লি যান রাজ্যপাল৷ যদিও তিনি দাবি করেন, সন্দেশখালির ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে কোনও রিপোর্ট দেননি তিনি৷ রাজ্য সরকার কী পদক্ষেপ করে, সেদিকে তিনি নজর রাখবেন বলে জানান রাজ্যপাল৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Raj Bhavan peace home: রাজভবনে খুলল পিস হোম, কাদের জন্য নিখরচায় থাকা খাওয়া? হোটেল বলে কটাক্ষ কুণালের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement