শিয়ালদহ মেন শাখার যাত্রীদের জন্য সুখবর, ট্রেন লেট সমস্যা সমাধানে ব্যবস্থা নিচ্ছে রেল
Last Updated:
#কলকাতা: রেলের তালিকায় লেট লতিফ তকমা মুছতে তৎপর শিয়ালদহ স্টেশন। শিয়ালদহ মেন শাখায় কারশেড থেকে স্টেশন অবধি গতি বাড়ানো হচ্ছে তিন গুণ। এক বছরেই সুফল মিলবে বলে রেলকর্তাদের ধারণা।
বিধাননগর থেকে সময়ে ট্রেন ছাড়ছে বটে। কিন্তু, শিয়ালদহ কারশেড পেরোতেই গড়িয়ে যাচ্ছে অনেক সময়। প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতে সময় নিত্য লেট যন্ত্রণা। শিয়ালদহ স্টেশনের এমন হাল নিয়ে যাত্রীদের ক্ষোভের শেষ নেই। কেন লেট?
- কারশেডের কাছে এসে শিয়ালদহগামী ট্রেন দাঁড়ানো কার্যত বাধ্যতামূলক
advertisement
- কম গতি ও সিগনালিং সিস্টেমের জন্য সময় নষ্ট
advertisement
- শিয়ালদহ স্টেশন থেকে কারশেড পর্যন্ত ট্রেনের গতি ১০ কিমি/ঘণ্টা
আরও পড়ুন
এসব কারণে, লেট নিয়ে রেলের তালিকায় পিছনের সারিতেই নাম শিয়ালদহ স্টেশনের। সময়ে ট্রেন চলার কথা স্রেফ খাতায় কলমেই। সেই তকমা এবার মুছতে চায় শিয়ালদহ ডিভিশন। দমদম ও কারশেডেই মূল সমস্যা ৷ দুটি জায়গাতেই পরিকাঠামোর উন্নতির লক্ষ্যে কাজ করছে রেল ৷ শিয়ালদহ মেন শাখায় কারশেড থেকে স্টেশন অবধি বাড়ছে ৷ কারশেড থেকে স্টেশন অবধি গতি ১০ কিমি/ ঘণ্টা থেকে গতি বেড়ে হচ্ছে ৩০ কিমি/ঘণ্টা ৷ রেলকর্তাদের ধারণা, আগামী এক বছরেই মিলবে সুফল। পরবর্তী লক্ষ্য শিয়ালদহ দক্ষিণ শাখা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 23, 2018 4:30 PM IST