Railway News: সর্বনাশ! ট্রেনে টিকিট না কেটে উঠছেন? টিটি-র হাতে ধরা পড়তেই যা হল..., না জানলে আপনার ক্ষতি!
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Railway News: ক্রমাগত বাড়ছে রেলে বিনা টিকিটের যাত্রী যাতায়াত৷ উৎসবের মাসে সবচেয়ে বেশি বিনা টিকিটে যাত্রী যাতায়াত করেছে হাওড়া ডিভিশনে। পিছিয়ে নেই শিয়ালদহ ডিভিশন।
কলকাতা: ক্রমাগত বাড়ছে রেলে বিনা টিকিটের যাত্রী যাতায়াত৷ উৎসবের মাসে সবচেয়ে বেশি বিনা টিকিটে যাত্রী যাতায়াত করেছে হাওড়া ডিভিশনে। পিছিয়ে নেই শিয়ালদহ ডিভিশন। রেলকে অবাক করছে আসানসোল ও মালদা ডিভিশনের চিত্র।
রেল আধিকারিকরা উৎসবের মরসুমে লাগাতার চেকিং চালিয়েছেন বিভিন্ন রেল স্টেশনে। আর সেখানেই যে ছবি ধরা পড়েছে তা হল -হাওড়া ডিভিশন – ৮১ হাজারশিয়ালদহ ডিভিশন – ৬৫ হাজার ৩০০ জনআসানসোল ডিভিশন – ৩১ হাজার ১০০ জনমালদা ডিভিশন – ৯ হাজার ৩০০ জন(ডিভিশনের মেজর স্টেশনে)সব মিলিয়ে পূর্ব রেলের হিসেব বলছে অক্টোবর ২০২৪ সালে ১ লক্ষ ৮৬ হাজার ৮০০ জন বিনা টিকিটে ধরা পড়েছেন।
advertisement
advertisement
২০২৩ সালে অক্টোবর মাসে সেই সংখ্যাটা ছিল ১ লক্ষ ৮২ হাজার ৯০০ জন৷ ফলে গতবারের তুলনায় এই সংখ্যা বেশি।পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বিভিন্ন স্টেশনে টিকিট চেকিং বাড়ানো হচ্ছে। মেজর স্টেশন নয়, ছোট ছোট স্টেশনেও এই টিকিট চেকিং বাড়ানো হচ্ছে। ম্যাজিস্ট্রেট চেকিং বাড়ানো হবে। রেলের দাবি, পাঁচ টাকার টিকিট না কেটে ২৫৫ টাকার ফাইন দিতে হচ্ছে বিনা টিকিটের যাত্রীদের।।পূর্ব রেল জানিয়েছে, এ বছর ১ অগাস্ট থেকে ২০ অগাস্ট পর্যন্ত সময়সীমায় শুধুমাত্র শিয়ালদহ স্টেশনে বিনা টিকিটের যাত্রীদের থেকে জরিমানা-বাবদ ১ কোটি ৩ লক্ষ টাকা আদায় করা হয়েছে। গত ২০ দিনে বিনা টিকিটে শিয়ালদহ স্টেশনে ধরা পড়েছেন অন্তত ৪০ হাজার যাত্রী।
advertisement
অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন (এটিভিএম), মোবাইল অ্যাপ, কিউআর কোডে টিকিট কাটার সুবিধা এবং স্টেশনের বাইরে বিভিন্ন দোকান থেকে লোকাল ট্রেনের টিকিট কাটার পরিষেবা সত্ত্বেও কমানো যাচ্ছে না বিনা টিকিটে ট্রেনে চাপার প্রবণতা। দেশের অন্যতম ব্যস্ত স্টেশন শিয়ালদহে এমন বিনা টিকিটের যাত্রীরাই টিকিট পরীক্ষকদের হাতে ধরা পড়ছেন অর্থাৎ দিনে গড়ে ২ হাজারের বেশি।পূর্ব রেলের বাণিজ্য বিভাগ যথাযথ ভাবে টিকিট না কেটে ট্রেনে চাপার এই মানসিকতায় চিন্তিত। যদিও বিনা টিকিটের যাত্রীদের থেকে ন্যূনতম ২৫০ টাকা জরিমানা হিসেবে আদায় করা হয়। এর ফলে রেলের ‘লক্ষ্মীলাভ’ ভাল হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2024 1:18 PM IST