ইবি-র নজরে পাঁঠার মাংস! লাগাম ছাড়া দাম নিয়ে উদ্বিগ্ন পুলিশ
- Published by:Ananya Chakraborty
Last Updated:
হটাৎ দাম বৃদ্ধির কারন জানতে চান অফিসারা
#কলকাতা: খাদ্য রসিক বাঙালির কাছে পাঁঠার মাংস লোভনীয় খাবার। লোভ লাগলেও মুখে তোলার উপায় নেই মধ্যবিত্ত বাঙালির। মাংসের মধ্যে নাগালে মুরগির মাংস থাকলেও করোনা গুজবে এখন অনেকেই মুখে তুলছেন না। সেই সুযোগে পাঁঠার মাংসের দাম অনেকটাই বেড়েছে, অনেকেই মনে করছেন সুযোগের সৎ ব্যবহার। মাছের দামও কম নয়। রবিবার বাজারে যে ভীড় হয় তার অনেক ভিড়ই কমে গেছে পাঁঠার মাংসের দাম বৃদ্ধিতে।
শহর বা শহরতলীর বিভিন্ন দোকানে পাঁঠার মাংস কেজি প্রতি ৭০০ টাকা। মধ্যবিত্ত বাঙালি বাজারে গিয়ে অনেকেই বলছেন সব জিনিসের দাম বাড়লেও পরে কমে, পাঁঠার মাংসের দাম কবে কমবে? প্রশ্ন যাই হোক, দাম শুনে অনেকেই অবাক, কারন ৬০০ টাকার পরে করোনা গুজবে ৭০০। মুরগির মাংস বিক্রেতারা যখন দাম পাচ্ছেন না, তখন বেশি দাম করে দেদার বিক্রি হচ্ছে পাঁঠার মাংস। হটাৎ করে এত দাম কেন? প্রশ্নের উত্তর খুঁজতে এবার নিউ মার্কেটের হক মার্কেটে হানা দিল কলকাতা পুলিশের ইবি।
advertisement

advertisement
ইবি-র তরফে বেশ কিছু দোকানে হানা দিয়ে হটাৎ দাম বৃদ্ধির কারন জানতে চান অফিসারা। তাদের কাছে উত্তর আসে চাহিদা অনুযায়ী যোগান নেই তাই দাম বৃদ্ধি, যা সন্তুষ্ট করতে পারেনি ইবি অফিসারদের। বুধবার দুপুরে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন অফিসারা, তাদের কাছে কত করে কেনা দাম জানতে চাইলে তাও জানতে পারেনি ইবি। যদিও ইবির তরফে বারবার বলা হয় দাম বৃদ্ধির ফলে কোনভাবেই যেন কালোবাজারি না হয়। আগামীদিনে আরও বেশকিছু দোকানে হানা দেবে ইবি। হটাৎ করে পাঁঠার মাংসের দাম বৃদ্ধির কারন খুঁজতে এবার মার্কেটে মার্কেটে ইবি।
advertisement
Susovan Bhattacharjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 11, 2020 11:28 PM IST