Rabindra Sarobar Death: সাতসকালে রবীন্দ্র সরোবরে তলিয়ে গেল কিশোর, পরিবারের মারাত্মক অভিযোগ
- Written by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Suman Majumder
Last Updated:
Rabindra Sarobar- রবীন্দ্র সরোবরে কিশোরের ডুবে মৃত্যুতে রবীন্দ্র সরোবর থানায় নেগলেজেন্সি বা গাফিলতির অভিযোগ আনা হয়েছে।
কলকাতা : রবিবার সকাল ৭টায় রবীন্দ্র সরোবরের পাবলিক সুইমিং পুলে নামে শুভম সাহু-সহ তাঁর তিন বন্ধু। অভিজ্ঞ সাঁতারু ছাড়া ওই গভীর অংশে নামার কথা নয়। যারা সাঁতার শিখছে তাদের জন্য আরেকটি অগভীর অংশ রয়েছে। তারা বাকিদের কথা অগ্রাহ্য করেই ওখানে নামে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। নিখিল বলে একজন বাকিদের কথা শুনে উঠে আসে, অভিষেক এবং শুভম তলিয়ে যায়। অভিষেককে সঙ্গে সঙ্গে উদ্ধার করা গেলেও বাঁচানো যায়নি শুভমকে।
রবীন্দ্র সরোবরে কিশোরের ডুবে মৃত্যুতে রবীন্দ্র সরোবর থানায় নেগলেজেন্সি বা গাফিলতির অভিযোগ আনা হয়েছে। লিখিত অভিযোগে জলাশয় ও পাড় পরিস্কার হয় না বলে অভিযোগ করা হয়েছে। এই গাফলতির কারণেই কিশোরের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পরিবার। লিখিত অভিযোগ করা হয়েছে। তারই ভিত্তি 106(1)BNS অর্থাৎ গাফিলতিতে মৃত্যুর অভিযোগে এফআইআর করা হয়েছে। এফআইআর হয়েছে অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে।
advertisement
আরও পড়ুন- সাতসকালেই চরম দুঃসংবাদ! সুইমিংপুলে নামাটাই কাল হল, রবীন্দ্র সরোবরে তলিয়ে গেলেন যুবক
পুলিশ সূত্রে দাবি, পরিবার যে অভিযোগ এনেছে রক্ষণাবেক্ষণের অভাবে গাফিলতিতে মৃত্যু, সেক্ষেত্রে ওই অংশে যাঁরা দেখভালের দায়িত্বে আছেন তাঁদের ভূমিকা অনুসন্ধান করা হবে। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, ডুবে যাওয়ার পরে নাক মুখ দিয়ে অতিরিক্ত জল ভিতরে চলে যায়। শ্বাস রুদ্ধ হয়ে মারা যায় ওই কিশোর। অর্থাৎ জলে ডুবে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছিল তাঁর। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, সাঁতার কাটার সময় কিশোরের পায়ে শ্যাওলা জড়িয়ে গিয়েছিল। আর তাতেই সেই কিশোর তলিয়ে যেতে থাকে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 15, 2025 9:06 PM IST









