UGC নিয়ম মেনে ২ ঘণ্টাতেই রবীন্দ্রভারতীর পরীক্ষা, একই নিয়মে পরীক্ষা দূরশিক্ষারও

Last Updated:

মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন পত্র থাকবে পরীক্ষাতে। সে ক্ষেত্রে ১০০ নম্বর নয়,মোট ৪০ নম্বরের পরীক্ষা হবে।

#কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের পথেই হাঁটল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ইউজিসির নিয়ম মেনে দু ঘন্টা সময়ের মধ্যেই লিখিত পরীক্ষা নেবে। উত্তরপত্র আপলোডের জন্য ৩০ মিনিট সময় দেওয়া হবে । বিশ্ববিদ্যালয় তরফে জানানো হয়েছে পুরনো সিদ্ধান্ত মোতাবেক ওপেন বুক সিস্টেম অর্থাৎ বাড়ি থেকে বই দেখে লেখা বা mcq পদ্ধতিতে পরীক্ষা হবে। অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন পত্র থাকবে পরীক্ষাতে। সে ক্ষেত্রে ১০০ নম্বর নয়,মোট ৪০ নম্বরের পরীক্ষা হবে। যাদের শুধুমাত্র থিওরি পেপার আছে অর্থাৎ যাদের শুধুমাত্র লিখিত পরীক্ষায় হবে তাদেরও একই নিয়ম প্রযোজ্য হবে। পাশাপাশি দূরশিক্ষার স্নাতকোত্তর স্তরের ফাইনাল ইয়ারের পরীক্ষার নির্দেশিকা মঙ্গলবার জারি করেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অক্টোবর মাসেই পরীক্ষা নেওয়া হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।
লিখিত পরীক্ষার পাশাপাশি যাদের প্র্যাক্টিকাল পরীক্ষা রয়েছে তাদের অবশ্য কিভাবে পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়ে বিশদ তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দিয়ে দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় তরফে জানানো হয়েছে। তবে প্র্যাক্টিকাল পরীক্ষা অনলাইনে হবে বলেই গতকাল অর্থাৎ সোমবার বিশ্ববিদ্যালয় কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে উপাচার্যের ভার্চুয়ালি বৈঠকের পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা নেবে বলে আগেই সিদ্ধান্ত নিয়েছিল। শুধু তাই নয় কিভাবে পরীক্ষা নেবে সেই বিষয়ে যাবতীয় নীতি নির্ধারণ করে ফেলেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু ইউজিসি কলকাতা বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা সংক্রান্ত সময়সীমা নিয়ে চিঠি পাঠানোর পর নড়েচড়ে বসে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
advertisement
ইউজিসি তরফে জানানো হয় ২৪ ঘন্টা সময় নিয়ে বাড়িতে বসে ওপেন বুক সিস্টেমে পরীক্ষা দেওয়া মানে সেটিকে পরীক্ষা বলা যায় না,সেটি হল self-assessment। ইউজিসির তরফ সে সেই চিঠি পাওয়ার পর পর নড়েচড়ে বসে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তড়িঘড়ি শুক্রবারে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়ে নেয় ২৪ ঘন্টা নয়, ২ ঘণ্টা সময় থাকবে লিখিত পরীক্ষার জন্য। কলকাতা বিশ্ববিদ্যালয় তরফ সে সিদ্ধান্ত বদল করার পর পর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও সোমবার বিকেল বেলায় কর্মসমিতির বৈঠক করে সিদ্ধান্ত জানিয়ে দেয় পরীক্ষা হবে দু'ঘণ্টা তেই।
advertisement
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
UGC নিয়ম মেনে ২ ঘণ্টাতেই রবীন্দ্রভারতীর পরীক্ষা, একই নিয়মে পরীক্ষা দূরশিক্ষারও
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement