R G Kar Incident Status Report: খতিয়ে দেখা হচ্ছে তিন জনের কল ডিটেলস, সিবিআইয়ের নজরে কারা? শিয়ালদহ কোর্টে জমা পড়ল ৩ পাতার স্টেটাস রিপোর্ট
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
তথ্য প্রমাণ লোপাট সহ বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে আরজি কর ধর্ষণ ও খুন কাণ্ডে৷ সেই ঘটনারই তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
কলকাতা: আরজি কর ধর্ষণ এবং খুনের ঘটনায় শুক্রবার শিয়ালদহ আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই৷ এদিন শিয়ালদহ কোর্টের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালতে আরজি কর মামলা সংক্রান্ত স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হয়। সূত্রের খবর, সেস্টাস রিপোর্টে সিবিআই আদালতে জানিয়েছে, এই মুহূর্তে তিনজনের ফোন কল ডিটেলস তাঁদের নজরে রয়েছে৷ সেই তিনজনের সিডিআর এবং কল ডিটেলস পরীক্ষা করে দেখা হচ্ছে৷ এছাড়া, সম্প্রতি ২৪ জনের নতুন করে বয়ান রেকর্ড করা হয়েছে বলেও তিন পাতার স্টেটাস রিপোর্টে জানিয়েছেন তাঁরা৷
তথ্য প্রমাণ লোপাট সহ বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে আরজি কর ধর্ষণ ও খুন কাণ্ডে৷ সেই ঘটনারই তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এদিনের স্টেটাস রিপোর্টে সিবিআই-এর তরফে জানানো হয়েছে, তদন্তের প্রয়োজনে আরজি কর হাসপাতাল থেকে আরও কিছু ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে৷ আগেও তদন্তের খাতিৃরে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এখন আবারও নতুন করে ২৪ জনের বয়ান নেওয়া হয়েছে।
advertisement
আরজি কর কাণ্ডে নির্দিষ্ট গতিতে তদন্ত এগোচ্ছে বলে আদালতে সিবিআই দাবি করলেও বিলম্বিত প্রক্রিয়া নিয়ে নির্যাতিতার বাবা যে সন্তুষ্ট নন, এদিন আদালতে তাঁর কথাতেই তা স্পষ্ট হয়েছে৷ নির্যাতিতার বাবা এদিন আদালতের সামনে প্রশ্ন তোলেন আর কতদিন ধরে তদন্ত চলবে? তিনি বলেন, ‘‘আট মাস ধরে শুধু হবে হবে চলছে। ’’ অন্যদিকে,নির্যাতিতার পরিবারের আইনজীবীও বলেন, ‘‘শুধু বলা হচ্ছে তদন্ত চলছে। তদন্তের ফল আমরা দেখতে পাচ্ছি না। তদন্ত শুধু কাগজে কলমে থেকে না যায়।’’
advertisement
advertisement
নির্যাতিতার পরিবারসহ তাঁর আইনজীবীকে আশ্বস্ত করে বিচারক অবশ্য বলেন, ‘‘আগে যেটা বলেছি, সেটাই বলছি- নিজেদের ব্রাত্য ভাববেন না৷ ’’ নির্যাতিতার বাবাও বিচারক তথা বিচারব্যবস্থার প্রতি আস্থা জ্ঞাপন করে শেষে জানান, ‘‘আপনার ভরসাতে আছি৷’’ আগামী ২৮ এপ্রিল সিবিআই-কে পরবর্তী ‘স্টেটাস রিপোর্ট’ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
March 28, 2025 3:51 PM IST