যানজট থেকে মুক্তি, আজ থেকে চালু মাঝেরহাটের বিকল্প রাস্তা

  • Last Updated :
  • Share this:
    #কলকাতা: আজই চালু হবে পারে । মাঝেরহাটে বিকল্প রাস্তাসকাল ১১টা থেকে চালু লেভেল ক্রসিং । আলিপুর অ্যাভিনিউ-জি ব্লক সংযুক্ত হবে । লেভেল ক্রসিং-এর জন্য ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হচ্ছে । শিয়ালদা-বজবজ শাখার ট্রেনগুলির গতিবেগের উপর নিয়ন্ত্রণ জারি করা হয়েছে । এছাড়াও ভেঙে পড়া মাঝেরহাট ব্রিজের পাশেই খুব শীঘ্রই চালু হতে চলেছে নতুন ওয়াকওয়ে ।আজ থেকে নতুন রাস্তায় গাড়ি চলাচল করবে বলে জানিয়েছেন পূর্ত দফতরের আধিকারিকরা । পরীক্ষামূলকভাবে গাড়ি চালাল প্রশাসন  ও আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগে ব্রিজ পরিদর্শন করে দেখলেন পিডব্লিউডির ইনজিনিয়ররা ।মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই বেহালাগামী রাস্তায় তীব্র যানজটের স্বীকার হচ্ছেন মানুষ৷ তাই পূর্ত দফতরের ঘোষণায় সেই যানযন্ত্রণা থেকে মুক্তি মিলবে বলেই আশাবাদী শহরবাসী । 
    First published:

    Tags: Level, Majherhat Bridge, Majherhat collapse, PWD, Temporary road, পূর্ত দফতর, বেহালা, মাঝেরহাটের বিকল্প রাস্তা