পার্পল লাইনে সোমবার থেকেই বেশি মেট্রো... শহরতলির যাত্রীদের বিশেষ সুবিধা
- Published by:Rachana Majumder
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পার্পল লাইনে প্রতিদিন ৮০টি পরিষেবা (৪০টি আপ এবং ৪০টি ডাউন)-এর পরিবর্তে ৮৪টি পরিষেবা (৪২টি আপ এবং ৪২টি ডাউন) পরিচালিত হবে।
কলকাতা: সোমবার থেকে পার্পল লাইনে আরও মেট্রো পরিষেবা। শহরতলির যাত্রীদের সুবিধার্থে বাড়ানো হল পরিষেবার সময়। আজ থেকে সপ্তাহের দিনগুলিতে পার্পল লাইনে আরও মেট্রো পরিষেবা পরিচালিত হতে চলেছে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পার্পল লাইনে প্রতিদিন ৮০টি পরিষেবা (৪০টি আপ এবং ৪০টি ডাউন)-এর পরিবর্তে ৮৪টি পরিষেবা (৪২টি আপ এবং ৪২টি ডাউন) পরিচালিত হবে।
প্রথম পরিষেবা:
জোকা থেকে মাঝেরহাট ০৬.৫০ট-র পরিবর্তে সকাল ৬.৪০টায়
advertisement
মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত ৭.০৩ ঘণ্টায়
শেষ পরিষেবা:
জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত রাত ৯টা ৫-
মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত রাত ৯.২৬
advertisement
মেট্রো পরিষেবা বৃদ্ধি এবং পরিষেবার সময় বৃদ্ধির ফলে পূর্ব রেলের শিয়ালদহ-বজবজ লাইনের যাত্রীরা বেশ উপকৃত। রবিবার এই লাইনে কোনও পরিষেবা থাকবে না। এই লাইনের যাত্রীরা মাঝেরহাট স্টেশনে নেমে, সেখান থেকে রেললাইনে ট্রেন ধরে শিয়ালদহ বা অন্য প্রান্তে পৌঁছতে পারেন। সামগ্রিক ভাবে সব যাত্রীদের সুবিধা হবে এই পদক্ষেপে। আপাতত মাঝেরহাট অবধি এই মেট্রো প্রকল্প রয়েছে। তবে ধাপে ধাপে এই প্রকল্প বাড়ছে। এসপ্ল্যানেড অবধি পরিষেবা চালু হয়ে গেলে আমুল বদলে যাবে দক্ষিণের পরিবহণ মানচিত্র।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 01, 2025 9:11 AM IST

