পার্পল লাইনে সোমবার থেকেই বেশি মেট্রো...  শহরতলির যাত্রীদের বিশেষ সুবিধা

Last Updated:

সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পার্পল লাইনে প্রতিদিন ৮০টি পরিষেবা (৪০টি আপ এবং ৪০টি ডাউন)-এর পরিবর্তে ৮৪টি পরিষেবা (৪২টি আপ এবং ৪২টি ডাউন) পরিচালিত হবে।

* পার্পল লাইনে আজ থেকে বেশি মেট্রো 
* পার্পল লাইনে আজ থেকে বেশি মেট্রো 
কলকাতা: সোমবার থেকে পার্পল লাইনে আরও মেট্রো পরিষেবা। শহরতলির যাত্রীদের সুবিধার্থে বাড়ানো হল পরিষেবার সময়। আজ থেকে সপ্তাহের দিনগুলিতে পার্পল লাইনে আরও মেট্রো পরিষেবা পরিচালিত হতে চলেছে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পার্পল লাইনে প্রতিদিন ৮০টি পরিষেবা (৪০টি আপ এবং ৪০টি ডাউন)-এর পরিবর্তে ৮৪টি পরিষেবা (৪২টি আপ এবং ৪২টি ডাউন) পরিচালিত হবে।
প্রথম পরিষেবা:
জোকা থেকে মাঝেরহাট ০৬.৫০ট-র পরিবর্তে সকাল ৬.৪০টায়
advertisement
মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত ৭.০৩ ঘণ্টায়
শেষ পরিষেবা:
জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত রাত ৯টা ৫-
মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত রাত ৯.২৬ 
মেট্রো পরিষেবা বৃদ্ধি এবং পরিষেবার সময় বৃদ্ধির ফলে পূর্ব রেলের শিয়ালদহ-বজবজ লাইনের যাত্রীরা বেশ উপকৃত। রবিবার এই লাইনে কোনও পরিষেবা থাকবে না। এই লাইনের যাত্রীরা মাঝেরহাট স্টেশনে নেমে, সেখান থেকে রেললাইনে ট্রেন ধরে শিয়ালদহ বা অন্য প্রান্তে পৌঁছতে পারেন। সামগ্রিক ভাবে সব যাত্রীদের সুবিধা হবে এই পদক্ষেপে। আপাতত মাঝেরহাট অবধি এই মেট্রো প্রকল্প রয়েছে। তবে ধাপে ধাপে এই প্রকল্প বাড়ছে। এসপ্ল্যানেড অবধি পরিষেবা চালু হয়ে গেলে আমুল বদলে যাবে দক্ষিণের পরিবহণ মানচিত্র।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পার্পল লাইনে সোমবার থেকেই বেশি মেট্রো...  শহরতলির যাত্রীদের বিশেষ সুবিধা
Next Article
advertisement
Tamil Nadu Bus Accident:  দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ, তামিলনাড়ুতে ভয়াবহ দুর্ঘটনা! মৃত অন্তত ১১
দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ, তামিলনাড়ুতে ভয়াবহ দুর্ঘটনা! মৃত অন্তত ১১
  • তামিলনাড়ুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ১১৷

  • দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ৷

  • বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement