Kolkata Puri trains: রথেও পুরী যাওয়া- আসার ট্রেন বাতিল, তালিকা লম্বা! ভয়াবহ দুর্ঘটনার ভোগান্তি চলছে

Last Updated:

মঙ্গলবারই রথযাত্রা৷ অন্যান্য বছর রথের ভিড় সামাল দিতে পুরীর জন্য বিশেষ ট্রেন চালাতে হয় রেলকে৷ এ

রথেও বাতিল পুরীগামী ট্রেন৷
রথেও বাতিল পুরীগামী ট্রেন৷
কলকাতা: ওড়িশার বাহানাগা রোড স্টেশনে ভয়াবহ রেল দুর্ঘটনার জের। রথযাত্রার আগে পুরীগামী পর্যটক এবং ভক্তদের জন্য দুঃসংবাদ। রথযাত্রার আগেও এ রাজ্য থেকে পুরীগামী একাধিক ট্রেন বাতিল থাকছে।
কারণ চলতি মাসের শুরুতে ওড়িশার বাহানাগায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর এক্সপ্রেস, সেই স্টেশনটি এখনও ব্যবহারের অনুমতি পায়নি রেল। ফলে পুরী সহ ওড়িশা ও দক্ষিণ ভারতগামী একাধিক ট্রেন বাতিল রাখতে বাধ্য হয়েছে দক্ষিণ পূর্ব রেল।
advertisement
advertisement
যে ট্রেনগুলি আজ বাতিল রাখা হয়েছে, তার মধ্যে রয়েছে হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, শালিমার- হায়দ্রাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, খড়্গপুর- খুড়দা রোড এক্সপ্রেস, হাওড়া- এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস, খড়্গপুর- জাজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস, শালিমার সম্বলপুর এক্সপ্রেস, সাঁতরাগাছি- আগরতলা এক্সপ্রেস, সাঁতরাগাছি- আগরতলা এক্সপ্রেসের মতো ট্রেন।
আবার ফিরতি পথে পুরী- হাওড়া শতাব্দী এক্সপ্রেস, তিরুপতি- সাঁতরাগাছি এক্সপ্রেস, এরনাকুলম- পটনা এক্সপ্রেস, এরনাকুলম- হাওড়া এক্সপ্রেসের মতো ট্রেন।
advertisement
দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী জানিয়েছেন, রেল দুর্ঘটনার তদন্ত চলায় এখনও বাহানগা বাজার স্টেশন ব্যবহারের অনুমতি পায়নি রেল। ফলে খান্তাপাড়া থেকে বাহানাগা হয়ে সোরো পর্যন্ত এখনও ট্রেনেপ গতি থাকছে সর্বোচ্চ ঘণ্টায় ৩০ কিলোমিটার। ওই অংশে পেপার সিগন্যাল দিয়ে ট্রেন চালানো হচ্ছে। যেহেতু একটি ট্রেন যেতেই ওই অংশে অনেকটা বেশি সময় লাগছে, তাই বাধ্য হয়ে বেশ কিছু ট্রেন বাতিল রাখতে হচ্ছে। তবে দ্রুত বাহনাগা স্টেশন ব্যবহারের অনুমতি চেয়ে কমিশশনার অফ রেলওয়ে সেফটির কাছে চিঠিও দিয়েছে রেল। সেই অনুমতি পেলেই ওই অংশে ট্রেন চলাচল অনেকটা স্বাভাবিক হবে বলে দাবি রেল কর্তাদের।
advertisement
মঙ্গলবারই রথযাত্রা৷ অন্যান্য বছর রথের ভিড় সামাল দিতে পুরীর জন্য বিশেষ ট্রেন চালাতে হয় রেলকে৷ এবার পরিস্থিতি এমনই যে ট্রেন বাতিল রাখতে হচ্ছে৷ ফলে এই সময় পুরী যেতে গিয়ে বা পুরী থেকে ফেরার সময় ভোগান্তি বাড়বে যাত্রীদের৷
এ দিকে বাহানাগা বাজার স্টেশন পরদর্শে যাবে সিবিআই। আগামী ২০ জুন বাহানাগা স্টেশনে পরিদর্শনে আসবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ উদ্ধারকাজে সাহায্যের জন্য স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সম্মান জানাবেন রেলমনন্ত্রী৷ পাশাপাশি বালাসোর থেকে খ্ড়পুর পর্যন্ত লাইন ইন্সপেকশনও করবেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Puri trains: রথেও পুরী যাওয়া- আসার ট্রেন বাতিল, তালিকা লম্বা! ভয়াবহ দুর্ঘটনার ভোগান্তি চলছে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement