corona virus btn
corona virus btn
Loading

বাগুইআটি-উল্টোডাঙা রুটে অটোচালকদের চাপানউতোরে দুর্ভোগে যাত্রীরা

বাগুইআটি-উল্টোডাঙা রুটে অটোচালকদের চাপানউতোরে দুর্ভোগে যাত্রীরা
  • Share this:

#কলকাতা: বাগুইআটি-উল্টোডাঙা রুটে অটোচালকদের চাপানউতোরে দুর্ভোগে যাত্রীরা। মঙ্গলবার থেকে বন্ধ অটো। একাংশের অভিযোগ, ওই রুটে ৫০০-র বেশি বেআইনি অটো চলছে। মার খাচ্ছে রোজগার। ব্যস্ত সময়ে অটোর আকালে যাত্রী দুর্ভোগ চরমে। সব জেেনও প্রশাসন চুপ। প্রতিবাদে অটো বন্ধ রেখেছেন চালকরা।

অফিস যাওয়ার তাড়া। স্কুল-কলেজে যাওয়ার ব্যস্ততা। দৌড়চ্ছে শহর। কিন্তু রাস্তায় েবরিয়েই মাথায় হাত। চলছে না অটো। মঙ্গলবার থেেক হয়রান বাগুইআটি থেেক উল্টোডাঙা রুটের যাত্রীরা। চালকরা বলছেন, অটো চলবে না।বাগুইআটি থেকে উল্টোডাঙা রুটে কুড়ি বছর ধরে অটো চলে। অটোচালকদের একাংশের অভিযোগ, দেড়বছর ধরে বৈধ পারমিট ছাড়াই চলছে অনেক অটো।সংখ্যাটা প্রায় ৫০০।

এই অটোচালকরা

- কটা রুটে অটো চালাচ্ছেন

- ব্যস্ত সময়ে অটোর চাহিদা বেশি থাকায় যাত্রীদের থেকে চাওয়া হচ্ছে লাগামছাড়া ভাড়া

- বাগুইআটি থেকে কেষ্টপুর ১০ টাকা অটোভাড়ার জায়গায় নেওয়া হচ্ছে ১২ বা ১৫ টাকা

- বাগুইআটি থেকে লেকটাউন ১২ টাকা ভাড়া। ভাড়া নেওয়া হচ্ছে ১৫ বা ২০ টাকা।

- বাগুইআটি থেকে উল্টোডাঙা পর্যন্ত ১৪ টাকা ভাড়া। সেই ভাড়া নেওয়া হচ্ছে ২০ টাকা।

- এর জেরে মার খাচ্ছে অন্য অটোচালকদের রোজগার

- তাই ৪২২টি অটো বন্ধ রেখেছেন চালকরা

অটোচালকদের দাবি, পুলিশ বা প্রশাসন সব জেনেও চুপ। বারবার অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই অটো বন্ধ রাখার সিদ্ধান্ত। এই পরিস্থিতিতে যাত্রীরা পড়েছেন সমস্যায়। অটো না েপয়ে যেতে হচ্ছে ভিড় বাসেই। রাস্তায় হচ্ছে দেরি।অটোচালকদের অভিযোগ, শাসকদলের নেতাদের মদতেই বেআইনি অটোচালকদের সংখ্যা বাড়ছে। প্রশাসনের নাকের ডগায় কেন এই অনিয়ম? তাঁদের সাফ কথা, প্রশাসন বা আরটিও ব্যবস্থা না নিলে চলবে আন্দোলন। তবে অটোচালকদের আন্দোলনে যাত্রীদের দুর্ভোগ যে আরও বাড়বে, তা বলাই যায়।

First published: May 31, 2019, 8:20 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर