Nabanna: সরকারি প্রকল্প ঠিক সময়ে কার্যকরী হচ্ছে? বড় সিদ্ধান্ত নবান্নের! তৈরি হচ্ছে নয়া "ইউনিট"

Last Updated:

Nabanna: রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন। বিভিন্ন দফতরকে এই নির্দেশিকা দেখার নির্দেশও দেওয়া হয়েছে।

বড় সিদ্ধান্ত নবান্নের
বড় সিদ্ধান্ত নবান্নের
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সরকারি প্রকল্প সময় ধরে রূপায়নের ওপর গুরুত্ব দিচ্ছেন।এবার সরকারি প্রকল্প সময় ধরে রূপায়ন হচ্ছে কিনা নজরদারিতে রাজ্য “প্রোগ্রাম মনিটারিং ইউনিট” তৈরি করল। প্রশাসনিক কর্মীবর্গ দফতর এই মনিটারিং কমিটি তৈরি করে দেবে।
কমিটির নেতৃত্বে থাকবে পঞ্চায়েত দফতরের সচিব। এছাড়াও পঞ্চায়েত ও গ্রামান্নোয়ন দফতরের আধিকারিকদের রাখা হবে এই কমিটিতে। এই কমিটি সরকারি কর্মসূচি ও প্রকল্পের কাজে বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় ও মূল্যায়ন করবে।
রাজ্যের মুখ্যসচিব সরকারি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে, এই মনিটারিং কমিটির মূল লক্ষ্য তিন। প্রোগ্রাম মনিটারিং কমিটি বিভিন্ন সরকারি দফতর, জেলা প্রশাসন ও প্রকল্প রূপায়ণকারী এজেন্সির সঙ্গে সমন্বয় করবে। কোথাও কাজ আটকে গেলে তা অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করবে। পাশাপাশি করতে হবে কাজের মূল্যায়নও।
advertisement
advertisement
এই ব্যাপারে মানুষের অভিযোগ থাকলেও আলোচনার মাধ্যমে ত্রুটি বিচ্যুতি খতিয়ে দেখে তারও সমাধান করবে কমিটি। এছাড়াও মনিটারিং কমিটি, দফতর ও এজেন্সির কাছ থেকে কাজে নানা ডেটা বা তথ্য সংগ্রহ গতিশীল করার জন্য পর্যালোচনা চালাবে। বিভিন্ন সরকারি কর্মসূচি ও প্রকল্পের অগ্রগতির প্রতিটি পর্যায়ে রিপোর্ট নিয়মতি মনিটারিং কমিটিকে দিতে হবে। লক্ষ্য, সরকারি প্রকল্পকে সঠিক পথে গতিশীল করে সময়ের কাজ সময়ে শেষ করা।
advertisement
সম্প্রতি একাধিক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পে কাজ সঠিক সময় কেন শেষ হচ্ছে না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।ক্ষোভ প্রকাশের পাশাপাশি প্রকল্পের কাজ সঠিক সময় শেষ করার জন্য মুখ্য সচিবকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
তারপরই এই নির্দেশ বিভিন্ন দফতরকে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। এই মনিটারিং ইউনিট কিভাবে কাজ করবে তার জন্য কয়েক দফা গাইডলাইন ও দিয়ে দেওয়া হয়েছে। সবমিলিয়ে সরকারি প্রকল্পে কাজগুলিতে যাতে কোন ফাঁক ফোকর না থাকে তার জন্যই এই ইউনিট গঠন বলে মনে করছে প্রশাসনিক মহল।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabanna: সরকারি প্রকল্প ঠিক সময়ে কার্যকরী হচ্ছে? বড় সিদ্ধান্ত নবান্নের! তৈরি হচ্ছে নয়া "ইউনিট"
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement